|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নূর ইমাম শেখ বাবু
নূর ইমাম শেখ বাবু
	রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

মসজিদে যাই মাঝে মধ্যে
নিজের ইচ্ছায় নয়,
শুক্রবারে শুয়ে থাকলে
আম্মু বকা দেয়।
ঘুম ভেঙে যায় ইমাম সাবের
খুৎবা হলে শেষ,
অল্প স্বল্প জুম্মার নামাজ
দুটি রাকাত বেশ।
সাতাশ রোজা সবাই যাচ্ছে
আমিও তাই যাই,
ওরে বাবা এক ওয়াক্ততেই
কোমর ব্যাথা ভাই।
ওই বেহেশতের চাবি নামাজ
পাওয়া সোজা নয়,
ধীরে সুস্থ্যে পাঁচটি অয়াক্ত
দৈনিক পড়তে হয়।
যদি কেহ আমার মত 
হওগো ফাঁকিবাজ,
তাঁর উপরে আল্লাহ্ তায়ালা 
সব সময় নারাজ।
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৬
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
ভালো থকুন সব সময়।
২|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:১২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:১২
মাহমুদুর রহমান বলেছেন: সত্য একদম সত্য। 
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৬
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
ভালো থকুন সব সময়।
৩|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৭
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
ভালো থকুন সব সময়।
৪|  ০৭ ই মার্চ, ২০১৯  সকাল ১১:১৭
০৭ ই মার্চ, ২০১৯  সকাল ১১:১৭
আকিব হাসান জাভেদ বলেছেন: নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে।
  ২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:২৪
২৮ শে এপ্রিল, ২০১৯  দুপুর ১২:২৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আল্লাহ আমাদের সকল খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।