![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
গায়ে ঢেলে কেরোসিন এসেছে জ্বালানো দিন
শুনি নারী শিশুদের চিৎকার,
অন্যের গুণ গাই চরিত্র ঠিক নাই
সমাজকে দিয়ে যাই ধিক্কার!
শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সম্মানে
গুরুজনে কলঙ্ক লেপে দেয়,
মাদকের যাতনায় এমনও তো দেখা যায়
বাবার কাছেও নিরাপদ নয়!
প্রতিবন্ধী যদি হয় গর্ভবতী
কেউ নেয় না তাঁর দায় ভার,
সমাজের উচু তলা বলছে ফাটিয়ে গলা
এ কেমন ছোটলোকি কারবার?
এসেছে এমন দিন মরে যাই প্রতিদিন
গাড়ী চাপা পড়ে ওই রাস্তায়,
তখনো ঐ উচু তলা বিশ হাজারে শেষ খেলা
তুমি আমি মরলে কি এসে যায়?
এসেছে এমন দিন ছিল না যা কোন দিন
বিদ্যা বুদ্ধিও হয় বিক্রি,
চৌদ্দ গুষ্ঠি বেঁচে উলঙ্গ হয়ে নেচে
মিলছে না সরকারী চাকরী।
২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিঃ নুর।
২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
করুণাধারা বলেছেন: বক্তব্য ভালো।
২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়জন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৩
কালো যাদুকর বলেছেন: সমসাময়িক কবিতা। পরের কবিতার জন্য অপেক্ষা।
২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ মিঃ যাদুকর।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: আহারে---