নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

সুখ টান

৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩


দিতে দিতে সুখ টান কয়লা ঠোট খান
তবুও মেটেনা নেশা আহারে,
আবার একটা জ্বেলে টোকা মেরে ছাই ফেলে
পক পক মারে টান সজোরে।

পেয়ে আগুনের ছোঁয়া উড়ে যায় সাদা ধোঁয়া
কেনো সেটা দামে কিবা সস্তায়,
সব শেষে সুখ টান কি সুখের সে দহন
বিষে ভরা সাদা ধোয়া উড়ে যায়।

খেলে হবে ক্যান্সার তাতে মাথাব্যথা কার?
যে বলে সেই মারে সুখ টান,
ফুসফুস ফুটো হয়ে অসহ্য জ্বালা সয়ে
ধূমপায়ীর আত্মবলিদান!

তামাকের গন্ধে উপশিরা রন্ধ্রে
নিকোটিন আর শুধু নিকোটিন,
মৃত্যুর ছোবলে শুন্যের কবলে
মরে আর মারে ওরা প্রতিদিন!

বলছে যে ডাক্তার টানবেনা বিড়ি আর
পকেটে রয়েছে তাঁর বেনসন,
অস্ত্রপাচারের আগে নিজেই তড়িৎ বেগে
টেনশানে মারে দুটো সুখ টান।

আহা এই সুখ টানে মনে প্রাণে মজা আনে
ভেতরটা জ্বলে পুড়ে ছারখার,
প্রতিজ্ঞা প্রতিদিন বাঁচবো বা কতদিন
কাল থেকে সুখ টান নয় আর।

দিতে দিতে সুখ টান কেশে কেশে যায় প্রাণ
এই বুঝি যায় যায় নিঃশ্বাস,
ক্লান্তি করতে দূর টান মারে ভরপুর
সুখ টানে বাড়ে নাকি বিশ্বাস।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

করুণাধারা বলেছেন: সিগারেট খাওয়া দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়.......... সেজন্য এই কবিতাটা পড়ে খুব ভালো লাগলো।

০১ লা মে, ২০১৯ বিকাল ৩:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়জন। ভালো থাকুন সব সময়।

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১

হারাধণ০২ বলেছেন: আমাদের দেশে মনে হয় বিড়িখোরের অনুপাত একটু বেশিই । কবিতা বড় সুন্দর হয়েছে।

০১ লা মে, ২০১৯ বিকাল ৩:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়জন। ভালো থাকুন সব সময়।

৩| ০১ লা মে, ২০১৯ রাত ১:০৫

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা মে, ২০১৯ বিকাল ৩:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়জন। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.