নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

রিক্ত হস্তে সিক্ত নয়নে

১৯ শে মে, ২০১৯ রাত ১০:২৫


রিক্ত হস্তে সিক্ত নয়নে, বিষণ্ণ প্রাণে মলিন বদনে,
উগ্রপন্থার নিষ্পেষণে, আত্মঘাতী আক্রমণে!
জঘন্যতম নৃশংসতা, মানবিকতার বিপন্নতা,
রক্তারক্তির আধিক্যতা, রক্ষাকারীর আদিখ্যেতা!

বর্বরতার শীর্ষে মানব, অন্তরালে হিংস্র দানব,
ধ্বংসলীলায় স্বয়ং সরব, উচ্চারণে মহামুভব!
অত্যাচারী এই পাষণ্ড, চিন্তামগ্ন ক্ষণিক দণ্ড,
অস্তিত্ব বিলীন পণ্ড, পূণ্যের নামে লণ্ডভণ্ড!

উম্মাদনার আকাঙ্ক্ষাতে, বিগ্রহে মত্ত সংঘাতে,
ধ্বংসযজ্ঞের এ শংকাতে, স্বতন্ত্র হয় রোজ প্রভাতে!
বিষণ্ণতার ক্রান্তিকালে, উগ্রবাদ উৎপত্তিস্থলে,
সংকীর্ণতার আস্তাবলে, প্রলয়ঙ্করী অগ্নি জ্বলে!

শৃঙ্খলা আজ নির্বাসনে, নিষ্ঠা মৃত্যুর সময় গোনে,
ভাণ্ডারে রত্নে আর ধনে, বলিষ্ঠ লোক স্বসম্মানে!
দীক্ষা কানুন জলাঞ্জলি, বিরক্তিকর গৃহস্থালী,
হুঙ্কার ছাড়ে সম্পদশালী, ঘৃণ্য সত্ত্বার পদাবলী!

অধীনস্থের রক্তে নেয়ে, শান্তনার বক্তব্য দিয়ে,
নৈরাজ্যতার সমন্বয়ে, দৃষ্টি বিভ্রাট কি বিস্ময়ে!
রিক্ত হস্ত সিক্ত নয়ন, মৃত্যুর ভয়ে এ সমর্থন,
মৃত্যুদূতের শুভাগমন, নিষ্ঠুরতম কষ্টে মরণ!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: রিক্ত হস্তে সিক্ত নয়নে, কবিতার শিরোনামে চোখ রাখলেই বোঝা যায় কবিতা কেমন। ভালো লিখেছেন।

২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

২| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: মৃত্যু আছে বলেই পৃথিবী এতো সুন্দর।

২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

৩| ২০ শে মে, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.