![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
মামার সামনে মামী ডাকে
একলা পেলে ভাবী,
চারিদিকে কত কিছু
ঘটছে হাবিজাবি।
মামী কিন্তু কম যায়না
যখন একা হয়,
কুটুস করে ভাগ্নের ফোনে
মিস কল মেরে দেয়।
কি যে হল এই সমাজে
ভাবতে অবাক লাগে,
চামড়া ঝুলে গেছে তবু
আটা ময়দা মাখে।
বাহান্ন আটান্ন বয়স
হয়ে গেছে যার,
খালা বলে ডাকলে তাকে
মান থাকেনা আর।
বাধ্য হয়ে আপু কিংবা
ম্যাডাম ডাকতে হয়,
লোকজনে এটাকে নাকি
মডার্ন লাইফ কয়।
২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।
২| ২২ শে মে, ২০১৯ রাত ১:৫০
মৃত্যু হবে একদিন বলেছেন: মজার ছড়া।
২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়
৩| ২২ শে মে, ২০১৯ ভোর ৬:৫৬
মেঘ প্রিয় বালক বলেছেন: অনেক হাসলাম,আর ভাবলাম মর্ডান লাইফ নিয়ে।
২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।
৪| ২২ শে মে, ২০১৯ সকাল ৮:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই এখন বাস্তবতা ।খুবই সুন্দর লাগলো।
২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।
৫| ২২ শে মে, ২০১৯ সকাল ৮:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।
৬| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।
৭| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: আধুনিকতাই সব নষ্টামির মূল।
২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অফুরান প্রিয়জন। ভালো থাকুন দিনরাত।
৮| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার উপস্থাপন। পোস্টে প্রথম লাইক। ভালো থাকবেন ভাইয়া।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: শুভকামনা
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৯ রাত ১২:৩২
ইব্রাহীম আই কে বলেছেন: হাহাহাহাহা, মজার ছড়া।