নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভালো মানুষ হতে চাই

আমার অনেক কিছু হতে ইচ্ছে করে। যেমন - ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, রাইটার। ইদানীং খুব সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে। :)

বাবুই_পাখি

আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে খুব

বাবুই_পাখি › বিস্তারিত পোস্টঃ

ডেইরী মিল্ক, এয়ার চকলেট আর এক প্যাকেট ঝালমুড়ি

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০



১৫-১০-১৩



প্রিয় আম্মু,

কেমন আছো ?আশা করি ভালো আছ।আমি তোমাকে আজ গিফট দিলাম। তোমার হয়তো ভালো লেগেছে। তুমি সবাইকে জানিও আমি তোমাকে গিফট দিয়েছি। আমি আজ আমার আম্মুকে দুইটা ডেইরী মিল্ক, ৫ টা Air Choclate আর প্রাণের এক প্যাকেট ঝালমুড়ি দিয়েছি। আমি আম্মুর জন্মদিনে পোলাও খেয়েছিলাম। আমি আম্মুকে বুঝে শুনেই গিফট দিয়েছিলাম আম্মুর প্রিয় খাবার। কিন্তু আম্মু কিছুই খেতে পারেনি, সব আমি খেয়েছি আর আমার ফ্রেন্ডদের একটু একটু ভাগ দিয়েছি।আবার পরে লিখবো।



তোমার বাবুই



======



১৬-১০-১৩

কোরবানির ঈদ



আজ আমার মনটা ভালো নাই বেশি। আমাদের গরুটা কেটে ফেলবে। আম্মুকে এতবার বললাম আমাদের গরুটা কোরবানি দিও না কিন্তু আম্মু বলেছে এটাই নিয়ম। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আম্মু বলেছে গ্রামে গিয়ে ছোট একটা বাছুর কিনে দিবে। ওটা অনেকগুলো বাচ্চা দিবে। আমরা ঐ বাছুরটা বড় হলেও কোরবানি দিবো না। আর কোরবানির জন্য আমরা যে গরুটা কিনেছিলাম ওইটার নাম আমি দিয়েছি - গোধূলি । ওর গায়ের রঙ টা অনেক সুন্দর হালকা মেরুন আর ক্রীম কালার। আমি অনেক কেঁদেছি। আম্মু কাঁদতে মানা করেছে। আমি জানি গোধূলি বেহেশতে যাবে আর আমার সাথে স্বপ্নে এসেও ওর আত্মা দেখা করে যাবে। আম্মু বলেছে গোধূলি মেয়েদের নাম কিন্তু আমাদের গরুটা মেয়ে না। তবুও এই নামটাই আমার পছন্দ।

============



১২-০৪-১৩



গোপন কথা



Hmm আমার সাথে আসছে খেলতে। দেখি আমার সাথে কেমনে খেলে। পারে না তো কিছু না। এই আম্মু আর এই সিয়াম আমাকে সারাদিন জ্বালাইয়া খাইছে। সিয়াম সারাদিন কাইন্ঠামি করে। কাইন্ঠা নাম্বার 1। আর এই সারাটা সারাদিন খালি ফ্যাশন করে। ঢঙ বেশি।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

শান্তির দেবদূত বলেছেন: বাহ! গিফট দিয়ে আবা নিজেই খেয়ে নিয়েছ! আবার দোস্ত বন্ধুদের নিয়ে! বেশ বেশ। সায়েন্টিস্ট হওয়ার পূর্ণ লক্ষণ দেখতে পাচ্ছি :) :)

গোধূলি নামটা সুন্দর দিয়েছ। আশা করি মন খারাপ ভাবটা কেটে গেছে।

কাইন্ঠামি করা তো ভাল :) , তুমিও করবা।
অনেক ভাল লিখেছে বাবুই, এমন লেখা আরও বেশি বেশি করে লিখবে সামনে ওকে? তোমাকে ঈদের শুভেচ্ছা রইল।

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১

বাবুই_পাখি বলেছেন: থ্যাঙ্ক ইউ মামা।আমি আর জীবনে কারো সাথে খেলবোনা ।কারণ সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, চোরামি করে খেলতে গেলে।

তোমার ঈদ কেমন গেলো?

২| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মজা পাইছি
ভালো মজা পাইছি

শেষ পর্যন্ত বাবুই এর আইডি হল তাইলে , বাহ
বাবুইকে স্বাগতম ব্লগে

তার আবাউট মি - পছন্দ হইছে -- আমি বাবুই। আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে। যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে...

শুভকামনা :)

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬

বাবুই_পাখি বলেছেন: আমি কবিতা আর গল্প ও লিখেছিলাম। ওগুলো পচা হয়েছে

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

শান্তির দেবদূত বলেছেন: আমার ঈদ ভাল কেটেছে মামা।
তুমি অনেক সুন্দর চিঠি লেখ। পরের পোষ্ট কবে দিবে?

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

বাবুই_পাখি বলেছেন: কালকে দিবো। আমার ঈদ ও ভালো কেটেছে।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

সপ্নাতুর আহসান বলেছেন: লেখায় মায়ের হাত পেয়েছ। আমার মা যদি তোমার মায়ের মত এত উদার হত তাহলে ভাল লেখক হতে পারতাম। তোমার লেখা চিঠি ভাল লাগে, অনেক সুন্দর।

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

বাবুই_পাখি বলেছেন: থ্যাঙ্ক ইউ। আম্মু মাঝে মাঝে না লিখলে বকা দেয়। আমার রাগ লাগে।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: হ্যালো বাবুই! তুমি তিন গোয়েন্দা পড়ো?

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বাবুই_পাখি বলেছেন: রকিব হাসানের বই পড়তে ভালো লাগে । সত্যজিৎ রায় এর নতুন একটা কিনে দিয়েছে শঙ্কু একাই ১০০। পড়া শেষ হয়নি।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কাইন্ঠামি শব্দটা আমি একদম বুঝি নাইক্যা। এর অর্থ কী? :D

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বাবুই_পাখি বলেছেন: খেলার মাঝে চোরামি করা । এটাই কাইন্ঠামি।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
বাবুই, তোমার কস্টটুকু আমিও বুঝি। আমারও না ছোটবেলা কোরবানির গরু কেটে ফেললে খুব খারাপ লাগত। প্রতিবার কুরবানির আগে বাবা গরু কিনে আনলে আমি সেটার একটা নাম দিতাম, তাকে অনেক আদর করতাম, ঘাস খাওয়াতাম, পাতা খাওয়াতাম আরও কত কি যে করতাম! কিন্তু ঈদের দিন সকালে উঠেই আমি আম্মুকে ধরে কাঁদতে শুরু করতাম। কিছুতেই চাইতাম না গরুটি কাঁটা হোক, কিন্তু কি আর করা? যা নিয়ম তা তো পালন করতেই হবে! মন খারাপ করোনা। :)

ভাল থাক বাবুই :)

১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বাবুই_পাখি বলেছেন: ঠিক আছে।আমি আর কষ্ট পাবোনা।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বাবুই_পাখি বলেছেন: সিফাত মামা, আমার ফিল্ম স্টার হতেও ইচ্ছে করে। আম্মু ওটা লিখে দেয়নি। আর বলেছে এতো চিকন হলে নাকি স্টার হওয়া যায়না।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩

বৃতি বলেছেন:
আরেহ! বাবুই পাখি দেখি আমার ব্লগে! এতো সুন্দর জার্নাল তোমার!
মজা পেলাম B-) B-) :) :) তোমার গোপন কথা জেনে গেলাম বাবুই পাখি ।

অনেক আদর তোমার জন্য ।

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

বাবুই_পাখি বলেছেন: আমার আনন্দের কথা, খারাপ লাগার কথা মাঝে মাঝে আমি আমার খাতায় লিখে রাখি। খালামনি ঈদ মোবারক তোমাকে

১০| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

মামুন রশিদ বলেছেন: হ্যালো বাবুই সোনা কেমন আছ ? তোমার ঈদ এবার কেমন কেটেছে ?


অনেক ভাল লেগেছে তোমার লেখা পড়ে । আন্কেল তোমার লেখায় একটা লাইক দিয়েছি,

এটাকে বলে পুত্তুম পিলাচ ++

তোমার জন্য অনেক আদর ।

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

বাবুই_পাখি বলেছেন: থ্যাংক ইউ। এটাকে প্রথম প্লাস বলে, আম্মু বলেছে।
আমি ভালো আছি। কার্টুন দেখি টিভিতে।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

ইনকগনিটো বলেছেন: হ্যালো বাবুই! বাছুর কিনলে সেটা আবার লিখবে, না কিনলেও লিখবে। ঠিক আছে?

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

বাবুই_পাখি বলেছেন: আচ্ছা

১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

রেজোওয়ানা বলেছেন: সামুতে ওয়েলকাম বাবুই!

বাছুর কেনার বিষয়টা দেখো আবার মা' যেন ভুলে না যায়, এই প্রজেক্ট সফল করতেই হবে, বুঝলে তো! এরপর কিনবে ছাগলছানা, তারপর মুরগি, কবুতর, খরগোশ--দারুন হবে না?


আর কে বললো, চিকন হলে ফ্লিম স্টার হওয়া যায় না! দেখো নাই ঋতিক, সালমান খান আগে কত স্লিম ছিল! সো মায়ের কথায় মন খারাপ করো না।

হ্যাপি ব্লগিং :)

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

বাবুই_পাখি বলেছেন: আমি তো আগের চেয়ে বেশি খাই এখন, তবু মোটা হই না

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

িনদাল বলেছেন: বাবুই কোন ক্লাসে পড় ?

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

বাবুই_পাখি বলেছেন: ক্লাস ফোর এ

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

জেনারেশন সুপারস্টার বলেছেন: কথাগুলো ভালো লাগলো:- আমি অনেক কিছু হতে চাই বড় হয়ে।যেমন - ডাক্তার, ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, রাইটার। ইদানীং সায়েন্টিস্ট হতে ইচ্ছে করে...এ পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তোমার মা।তাই মায়ের কথা শুনবে সবসময়।

অনেক অনেক আদর ও ভালোবাসা।হ্যাপি ব্লগিং।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বাবুই_পাখি বলেছেন: ধন্যবাদ মামা, আমি আমার আম্মুর কথা শুনি ।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাবুইকে প্রথমে তো চিনতেই পারিনি! কেমন আছ বাবুই?

যাই হতে চাও না কেন, বেশি বেশি খেতে হবে কিন্তু! আমার বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু বলতেন- 'যত পুষ্টি তত স্বস্তি'। ভাল করে খাবে, খেলবে, বই পড়বে আর মায়ের কথা শুনবে, কেমন?

অনেক আদর রইল বাবুই। ব্লগে স্বাগতম!

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বাবুই_পাখি বলেছেন: আমি ভালো আছি ।তুমি কেমন আছো ? তুমি কি সত্যজিত রায়ের সত্যিকারের শঙ্কু?

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: হ্যালো বাবুই, কেমন লাগছে নিজের একটা আইডি হওয়াতে? আস্তে আস্তে নিজের কথা গুলো নিজে টাইপ করার চেষ্টা করো। ঠিক আছে ?

আমার জন্মদিনে তোমার গিফট পেয়ে খুশী হয়েছি সত্যি তার চেয়েও বেশি খুশী হয়েছিলাম সন্ধ্যায় তোমার চিঠি পেয়ে। ডেইরী মিল্ক আর এয়ার চকলেট না হয় তুমি আর তোমার বন্ধুরা খেয়েছ, ঝালমুড়ি টা তো আমার প্রিয়, ওটাও তো তুমি খেয়ে ফেললে !!!

খালামনি আর মামাদের কমেন্ট দেখে আশা করি খুশী হয়েছ। কাল সকালে আমার কমেন্ট দেখে নিশ্চয়ই আরও খুশী হবে, অবাক হবে।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বাবুই_পাখি বলেছেন: অনেক ভালো লাগ ছে তোমাকে খুশী করার জন্য অনেক কিছু করবো বলে ঠিক করেছি ।আবার পড়ে কথা বলবো। বাই।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বাবুই সোনা কেমন আছ? তোমার গিফটের খবর কিন্তু জানতাম। তোমার যেটা হতে ইচ্ছে করে তাই হবে। তবে আগে বাছুরটা কিন্তু কিনে ফেলবা।

তোমার জন্য অনেক অনেক আদর আর ঢাকায় আসলে তোমার জন্য ডেইরী মিল্ক তো থাকছেই।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

বাবুই_পাখি বলেছেন: ঠিক আছে। এখন আমি স্যারের পড়া পড়তে বসবো

১৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

রিমঝিম বর্ষা বলেছেন:

বাহ্। তোমাকে দেখে খুব ভালো লাগছে বাবুই সোনা। এখানে ছোটদের একটা বিভাগ আছে বলে জানতাম। তুমি তোমার লেখাগুলো সেখানেও দিতে পারো। আর সেখানে তোমার মত সোনামনিদের জন্য খালামনি আর মামারা লেখা দেন। ঘুরে এসো সময় করে। আর ভালো থেকো অনেক। :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১

বাবুই_পাখি বলেছেন: আচ্ছা আমি আম্মুকে বলবো দেখিয়ে দিতে

১৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাবুইকে ব্লগে স্বাগত জানাচ্ছি।
ঈদ কেমন কাটলো তোমার?

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

বাবুই_পাখি বলেছেন: ভালো কেটেছে

২০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি ভালো আছি বাবুই।

সত্যিকারের শঙ্কু হতেও পারি, তোমার কি মনে হয়?:)

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫

বাবুই_পাখি বলেছেন: তুমি আসল শঙ্কু

২১| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮

মায়াবী ছায়া বলেছেন: বাবুই পাখি ঈদের শুভেচ্ছা নিও :)
আমি অনেককেই আদর করে বাবুই পাখি ডাকি আজ সত্যি সত্যি একটা বাবুই পাখির দেখা পেলাম :)
অনেক অনেক আদর তোমার জন্য :)
তোমার লিখা খুব ভাল লেগেছে । পড়াশুনার ফাঁকে ফাঁকে লিখা চালিয়ে যাবে ।
অনেক ভাল থেকো ।মায়ের লক্ষী ছেলে হয়ে থেকো ।অনেক দোয়া :) :) :)

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

বাবুই_পাখি বলেছেন: আমার অনেক কিছু লিখতে ইচ্ছা করে কিন্তু আঙুল ব্যথা করে লিখতে তোমাকে থ্যাংক ইউ

২২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: #:-S

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

বাবুই_পাখি বলেছেন: নাহোল মামা

২৩| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যালো বাবুই পাখি! আমি তোমার লেখা চিঠি পড়েছি, এখন ব্লগে ডায়েরী পড়লাম! তোমার চিঠি পড়ে আমার অনেক ভালো লেগেছিল, ডায়েরী পড়েও ভালোলেগেছে। আমার বাসায় একটা পিচ্চি আছে অরিত্র, ও তোমার মত গল্প, কবিতা লেখে। ভাবছি তোমার মত ওরও একটা ব্লগ অ্যাকাউন্ট খুলে দেব, কেমন হবে বলতো? আর ছোটবেলা থেকে আমারও কুরবানীর সময় মন খারাপ হত। আমার থাকতো ছাগল, ওকে নিয়ে বেড়াতে যেতাম, ঘাস খাওয়াতে নদীর পাড়ে নিয়ে যেতাম। তুমি একটা বাছুর কিনবা এবং সেইটা কোনোভাবেই কুরবানী দিতে দিবা না, ওইটার অনেক বাবু হবে যাদের সাথে তুমি অনেক খেলতে পারবা!

তোমার সাথে আরেকদিন অনেক গল্প করব!

টাটা বাই বাই!

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

বাবুই_পাখি বলেছেন: সামনের মাসে গ্রামে বেড়াতে নিয়ে যাবে আম্মু। তখন বাছুর খোঁজ করবো। আম্মু বলেছে

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! সামুতে তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে মামা!!
সামুতে ছোট কেউ নেই, কারো সাথে আমিও খেলতে পারি না, দুষ্টামি করতে পারি না। তোমার সাথে এখন থেকে একসাথে দুষ্টামী করা যাবে।

তা তোমার ঈদ কেমল কাটলো এবার? কি কি করলে বল?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

বাবুই_পাখি বলেছেন: ঠিক আছে খেলবো। তুমি আমাদের এখানে বেড়াতে এসো

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হাই বাবুই ! বাছুর কি কিনে দিয়েছে ?

২৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: বাবুই মামা,

কেমন আছো ?? ব্লগ থেকে বেশ কিছুদিন দূরে ছিলাম তাই তোমার পোস্টে আসতেও দেরী করে ফেললাম :( তোমাকে ব্লগে দেখে খুব ভালো লাগছে। এখন তোমার সাথে জমিয়ে দুষ্টুমি করা যাবে, ঐটা আমি খুব ভালো পারি ;)



তোমার লেখা আর ছবিগুলো দেখলাম, অনেক চমৎকার হয়েছে। লিখতে থাকো, আঁকতে থাকো, গাইতে থাকো...... ।

ভালো থেকো। মামাদের ভাঁড়ারে ভাগনেদের জন্য আদর, শুভ কামনার কখনো ঘাটতি হয় না :)

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

বাবুই_পাখি বলেছেন: ভালো আছি মামা। তুমিও ভালো থাকবে

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

জেনারেশন সুপারস্টার বলেছেন: টিনটিন পড়েছ কখনও?

২৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: কোরবানির জন্য আমরা যে গরুটা কিনেছিলাম ওইটার নাম আমি দিয়েছি - গোধূলি । ওর গায়ের রঙ টা অনেক সুন্দর হালকা মেরুন আর ক্রীম কালার। আমি অনেক কেঁদেছি। আম্মু কাঁদতে মানা করেছে। আমি জানি গোধূলি বেহেশতে যাবে আর আমার সাথে স্বপ্নে এসেও ওর আত্মা দেখা করে যাবে। আম্মু বলেছে গোধূলি মেয়েদের নাম কিন্তু আমাদের গরুটা মেয়ে না।

এই অংশটা পরে..... :( :( :( :( :( :( :( :( :( :( এ্ত্তোগুলা কান্নার ইমো হবে!!
জানো বাবুই! আমার ২টা কবুতর ছিলো, ওরা ২টা বাবু দিয়েছিলো! কিন্ত একটু বড় হওয়ার পরই আম্মু ওদেরকে খুন করে রান্না করে ফেলেছিল! ঐদিন আমি দুপুরে ভাতই খাইনি!! :( :(
এত্তো কষ্ট লেগেছে!!!!!!!!!!! কেউ বুঝেনা!!

তুমি নিয়মিত ডায়রি লিখবে কেমন!? আমি অনেক দেরিতে আসলাম তোমার ব্লগে , রাগ করোনা কেমন!?! :) :)
এরপর থেকে নিয়মিত আসবো!!
:) :) :)
তুমি স্নিকার পছন্দ করতো?? আমার অনেক ফেভারিট এটা!!!!!

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: tOmar

৩০| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

খায়রুল আহসান বলেছেন: ব্লগে তোমার প্রথম লেখাটা পড়ে মুগ্ধ হ'লাম। লেখা চালিয়ে যেও। অনেকদূর যেতে হবে তোমাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.