নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির সেরা প্রাণী আমি তবে নামে মাত্র, কর্ম এখন সম্পূর্ন রুপে প্রমান করে না। লেভেল লো, ডে বাই ডে আপডেটের প্রয়াসে আছি। দেখতে, বলতে, শুনতে, করতে চাই সেরা। তারপর সেরাদের সেরা। আমি ছাত্র, প্রকৃতি আমার শিক্ষক।

বাবুই বাবু

বাবুই বাবু › বিস্তারিত পোস্টঃ

"নিজের বিচার নিজে করুন, সুন্দর জীবন গড়ুন"

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

মানুষের জীবনে চলার পথে ৩ ধরনের মানুষের সাথে দেখা হয় যথা---

• ভদ্র-ভদ্র

• ভদ্র-অভদ্র

• অভদ্র-অভদ্র

বিশ্লেষন:

১ ছোট একটা রাস্তা, রাস্তার ও পাশ থেকে এক পথিক আসছে আর আপনি এ পাশ থেকে যাচ্ছেন ২ জন সামনা সামনি এসে ২ জন ২ জনকেই সাইড দিলেন তাহলে দু-জনই ভদ্র * ভদ্র-ভদ্র।

২ ছোট একটা রাস্তা, রাস্তার ও পাশ থেকে এক পথিক আসছে আর আপনি এ পাশ থেকে যাচ্ছেন ২ জন সামনা সামনি এসে ১ জন সাইড দিলেন অপর জন সাইড দিলেন না তাহলে এক জন্ ভদ্র অপর জন অভদ্র * ভদ্র-অভদ্র।

৩. ছোট একটা রাস্তা, রাস্তার ও পাশ থেকে এক পথিক আসছে আর আপনি এ পাশ থেকে যাচ্ছেন ২ জন সামনা সামনি এসে ২ জনের এক জনও সাইড দিলেন না তাহলে দু-জনই অভদ্র * অভদ্র-অভদ্র।



***** এখন আপনিই বলেন আপনি আপনার এই ছোট জীবনে চলার পথে কত জনকে সাইড দিয়েছেন।



বাবুই উপদেশ: সত্য বল সু-পথে চল ওরে আমার মন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.