নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনে চলার পথে ৩ ধরনের মানুষের সাথে দেখা হয় যথা---
• ভদ্র-ভদ্র
• ভদ্র-অভদ্র
• অভদ্র-অভদ্র
বিশ্লেষন:
১ ছোট একটা রাস্তা, রাস্তার ও পাশ থেকে এক পথিক আসছে আর আপনি এ পাশ থেকে যাচ্ছেন ২ জন সামনা সামনি এসে ২ জন ২ জনকেই সাইড দিলেন তাহলে দু-জনই ভদ্র * ভদ্র-ভদ্র।
২ ছোট একটা রাস্তা, রাস্তার ও পাশ থেকে এক পথিক আসছে আর আপনি এ পাশ থেকে যাচ্ছেন ২ জন সামনা সামনি এসে ১ জন সাইড দিলেন অপর জন সাইড দিলেন না তাহলে এক জন্ ভদ্র অপর জন অভদ্র * ভদ্র-অভদ্র।
৩. ছোট একটা রাস্তা, রাস্তার ও পাশ থেকে এক পথিক আসছে আর আপনি এ পাশ থেকে যাচ্ছেন ২ জন সামনা সামনি এসে ২ জনের এক জনও সাইড দিলেন না তাহলে দু-জনই অভদ্র * অভদ্র-অভদ্র।
***** এখন আপনিই বলেন আপনি আপনার এই ছোট জীবনে চলার পথে কত জনকে সাইড দিয়েছেন।
বাবুই উপদেশ: সত্য বল সু-পথে চল ওরে আমার মন।
©somewhere in net ltd.