নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখিব

দূক্ষাই গুঞ্জণ

কি লিখিব কালি নাই

দূক্ষাই গুঞ্জণ › বিস্তারিত পোস্টঃ

অন্ধ আমি

২৭ শে মে, ২০১৪ সকাল ৯:২৭

যে মেয়েকে তুই পতিতা বলছিস ! ওর জন্মের পরেই কি পতিতা বনেছিল ? তুই সমাজের দিকে তাকিয়ে দেখ , কে ওকে পতিতা বানিয়েছে । সার্থন্যাসী চক্রের বেড়া জালে পড়েই জীবন টা পতিতা বৃত্তিতে পরিনত করে দিয়েছে এই সমাজ । ওকে রাস্তায় দেখলে পতিতা মনে হয়না । ওর চলন বলনে পতিতা মনে হয়না । রাস্তার ভীখিরিদেরকে টাকা পয়সা সাহায্য করতে দেখলে পতিতা মনে হয়না । অন্ধকে রাস্তা পারাপারে সাহায্য করতে দেখলে পতিতা মনে হয়না । ওর পেটের সন্তানকে স্কুলে নিয়ে যেতে আসতে দেখেও পতিতা মনে হয়না ওর সন্তানের বাপের নামটা ও জানেনা । কেন তাকে ঘৃনার চোখে দেখিস ? কিসের অহংকার তো্র ? টাকার পাহাড় জমিয়েছিস বলেই কি এই বক্তব্য ঝেড়ে যাবি ? রাস্তায় হঠাৎ অচেনা কাউকে দেখে ঘেমে উঠিস কেন ? ও কি তোকে চিনে ফেলবে বলেই কালো কাঁচ দিয়ে নিজেকে আড়াল করিস ? তো্র মেয়ে ঐ কালো কাঁচের গাড়িতে চড়ে খিস্তি খাউড় কইরা বেড়ায় তর নজরে কি পড়ে নাই ? আমি নিজ চোখে দেখেছি বনানী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ীটির দুলুনি, প্রথমে মনে করেছিলাম হয়ত ভুমি কম্প হচ্ছে । পরে বুঝতে পারলাম দুই অন্তরের মিলিনের আলামত । যামু কই ? যাউনের যায়গা যে নেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.