![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প শুনতে এবং বলতে ভালোবাসি।
লিখতে হলে যে একটু পড়াশুনা করা লাগে তা এই জাতির পাতী লেখকদের কেউ বুঝান প্লিজ.
২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৬
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: আপনি যে এই পোস্টানোর জন্য বিশদ পড়াশোনা করেছেন সেটা দেখে আমরা আবেগে আপ্লুত হচ্ছি। আসলেই, আপনার লেখার প্রতিটি শব্দে যে প্রতিবাদী ঝঙ্কার, যে বিপ্লবী চেতনার আওয়াজ পাওয়া যাচ্ছে তা দেথে আমরা বিমোহিত। আপনার লেখনীর শক্তি, আপনার গভীর চিন্তাভাবনা, সবকিছুকে যে কীভাবে আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন তা সত্যিই বিস্ময়কর। আপনার সার্বিক সাফল্য কামনা করছি আমরা। এই মহান পোস্টটি কষ্ট করে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: ২ বছর ৫ মাসে ৫ টা পোষ্ট কি যথেষ্ট নয়?
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
আপনাদের মতো জাতির বিজ্ঞ লেখকরা যদি এইরকম উপদেশ ছাইড়া হারিয়ে যান, তাহলে জাতির পাতি লেখকরা বুঝবে কিভাবে!!
কিছু শিখান ভাই আমাদের।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫০
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: ভুল বুঝলেন ভাই, আমি তো কাউকে উপদেশ দেই নাই। আমি আমার বিরক্তিটা প্রকাশ করলাম মাত্র।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
জাহিদ অনিক বলেছেন:
অফ লাইনে ছিলাম। আপনার এই গেয়ান গর্ভ পোষ্ট দেখে লোভ সামলাইতে পারলাম না। মন্তব্য করার জন্য লগিন দিতে হইল।
বাই দ্যা অয়ে, আপনার এই পোষ্টটা ইতোমধ্যে আজকের সর্বাধিক পঠিত আলোচিত পাতায় লটকাইয়া গেছে।
আমরা ব্লগাররা পারিও বটে !
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: মন্তব্যটা ভাল্লাগছে।অফিসে আইসেন একদিন, চা খায়া যাই্য়েন।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
জাহিদ অনিক বলেছেন:
অফ লাইনে ছিলাম। আপনার এই গেয়ান গর্ভ পোষ্ট দেখে লোভ সামলাইতে পারলাম না। মন্তব্য করার জন্য লগিন দিতে হইল।
বাই দ্যা অয়ে, আপনার এই পোষ্টটা ইতোমধ্যে আজকের সর্বাধিক পঠিত আলোচিত পাতায় লটকাইয়া গেছে।
আমরা ব্লগাররা পারিও বটে !
৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: @ জাহিদ অনিক এন্ড নাঈম ভাই আমরা কি এই পোস্টটার বিরুদ্ধে একটা রিপোর্ট করতে পারি????
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: প্লিজ ভাই। রিপোর্ট করে পোষ্টা টা উড়ায়া দেন।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯
জাহিদ অনিক বলেছেন:
বিলিয়ার রহমান ভাই,
না না না! খবরদার! মোনের ভুলেও না। এই ধরনের পোষ্ট ব্লগের সম্পদ। এটাতে রিপোর্ট করতে পারব না। অন্তত আমি কিছুতেই করব না। মাউসের কার্সর কিছুতেই আমি লাল ফ্লাগে নিতে পারব না।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহহাহাহাহাহহাহ
৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯
বানেসা পরী বলেছেন: একটা কমেন্ট করতে চাই।
কিন্তু পড়াশোনা কম বলে কি লিখব বুঝতে পারছি না।
ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: কিছু একটা লিখেন প্লিজ.......।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯
মানিজার বলেছেন: আপনে বোহুত গেয়ান বিদ্যা লৈয়া এই পুস্ট করতাসেন । এই পুস্ট ইস্টিকি হওয়া উচিত ।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭
মেংগো পিপোল বলেছেন: আপনার এই পোষ্ট আলোচিত ব্লগে ঠাই করে নিয়েছে। কংগ্রাচুলেশন।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: হে হে ..... ধন্যবাদ, ধন্যবাদ.....।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১
সচেতনহ্যাপী বলেছেন: কি ডজটাই না খেলাম !! বলটা তো নেট ছিড়ে আকাশে পাখা মেলে দিল
তার উপর আবার আলোচিত বিভাগে, ধন্যা ধন্যা
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১২
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: খি খি..............।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭
কালীদাস বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২১
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: বেসম্ভব ধন্যবাদ দাদো.....। ভালো থাকবেন।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
অনিক_আহমেদ বলেছেন: এত্তো কষ্ট করে জ্ঞানময় পনেরোটা শব্দের একখানা পোস্ট করার পর আপনার অনুভূতি কেমন তা জানতে চাচ্ছি।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: কি বলবো ভাই? আপনারা সবাই মিলে তো একেবারে আকাশে তুলে দিলেন। জমিনে পড়লে যে কি ব্যাথাতা পামু হেইডাই ভাবতেসি।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চমৎকার পোস্ট!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৫
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: হে হে ..... ধন্যবাদ, ধন্যবাদ.....।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
নাঈমুর রহমান আকাশ বলেছেন: no comments
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: নিশ্চই
১৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭
উম্মে সায়মা বলেছেন: এহেন আলোচিত পোস্টে একটা মন্তব্য না করলেই নয়!
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৭
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: হে হে ..... ধন্যবাদ, ধন্যবাদ.....।
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪
শুভ_ঢাকা বলেছেন: আগে জানলে আমিও এই রকম একটা পোষ্ট দিয়ে আমার মরুভূমির মত ব্লগবাড়ীর শূন্যটা ঘুচাইতাম।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৮
মুহাম্মাদ সালাহ উদ্দিন বাবু। বলেছেন: এইডাই কপি পেষ্ট মাইরা দেন। কার্টেসি লাগবোনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২০
মরুচারী বেদুঈন বলেছেন: আপনার প্রোফাইল

পোস্ট করেছি: ৫টি
মন্তব্য করেছি: ১৩টি
মন্তব্য পেয়েছি: ১৬টি
ব্লগ লিখেছি: ২ বছর ৫ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন
আপনি ঠিক কত বড় ব্লগার তা নিজেই দেখুন!