![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান যুগে টাকা ছাড়া কোনো কিছু চিন্তা করাই যায় না।কথাই আছে টাকায় বাঘের দুধ মেলে।টাকা ছাড়া প্রেম ভালোবাসার কথা চিন্তা করাই যায় না।যার টাকা আছে তার সবকিছু আছে, যার টাকা নাই তার কিছুই নাই। টাকা মানুষের বিবেকে আঘাত হানে।টাকা মানুষের মষ্তিষ্কে বিকৃত করে দেয়।টাকার কারনে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়।টাকার জন্য মানুষ মানুষকে খুন করে।যার ফলে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়।আসলেই টাকা অশান্তির সৃষ্টি করে।টাকা মানুষকে সবদিতে পারে কিন্তু সুখ দিতে পারে না।কিন্তু কথা আছে টাকা ছাড়া জীবন অচল।টাকা হচ্ছে বর্তমান যুগের বিনিময়ের মাধ্যম।টাকা ছাড়া কোনো লেনদেন করা অসম্ভব।জীবনধারনের জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে।সৎ পথের উপার্জিত টাকা সুখ দিতে পারে,কিন্তু অসৎ পথের উপার্জিত টাকা সুখ দিতে পারে না।বর্তমান যুগে সব মানুষ সুখী নয়,কারন তাদের উপার্জিত টাকা অসৎ পথের। তবে কিছু সংখ্যক মানুষকে দেখা যায় খুব সুখী,কারন তাদের উপার্জিত টাকা সৎ পথের।অসৎ পথের উপার্জিত টাকা সুখ দিতে পারে না,তাই আমি বললাম টাকা সুখ দিতে পারে না।অল্প টাকা মানুষকে সুখ দেয়,বেশি টাকা মানুষকে বিপদগামী করে।সত্যিকারের সুখী হতে হলে,সৎ পথে টাকা উপার্জন করতে হবে
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
বাবু মোহন বলেছেন: টাকা সব সর্বনাশের মূল