নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আৃমার নাম বাবু মুহন।আমার বাড়ি রামগন্জে।আমার গ্রামের বাড়ি মধ্যপাড়া।আমি একজন ভালো মানের ব্লগার হতে চাই

বাবু মোহন

babumohon

বাবু মোহন › বিস্তারিত পোস্টঃ

ঈদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭

ঈদ মানে খুশি, ঈদ সানে আনন্দ।ঈদকে সামনে রেখে চলছে মানুষের নানা ব্যস্ততা। কেউ বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, কেউ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। কুরবানির ঈদ গ্রামের বাড়িতে করা ভালো।গ্রামের বাড়িতে সবার সাথে ঈদ করার মজাই আলাদা।ঈদকে সামনে রেখে আমার তেমন কোনো ব্যস্ততা নেই।ঈদের কেনাকাটা তেমন কিছু করি নাই।শুধুমাত্র একটা পাঞ্জাবি কিনেছি।মধ্যবিত্ত ঘরের ছেলে তাই আমার মাঝে কোনো বিলাসিতা নেই।প্রতি ঈদে আমি গ্রামের বাড়িতে যাই।গ্রামের বাড়ির সবার সাথে ঈদ করার মজাই আলাদা।দুই দিন আগে রাস্তায় দেখি বস্তির একটি শিশু ডাস্টবিনে ফেলানো নোংরা খাবার কুড়িয়ে খাচ্ছে।ছেলেটির পরনে ছিল ছেড়া জামা কাপড়।ঈদ কি জিনিষ ছেলিটি মনে হয় জানেনা।ঈদের আনন্দ তাদের মাঝে নেই।কারন তারা গরিব।তারা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না, কিভাবে তারা ঈদের আনন্দ করবে।দুমুঠো খাবারের জন্য তারা যুদ্ধ করে।গরীবদের আল্লাহ ছাড়া কেউ নাই। ধনীব্যক্তিরা নিজেদের ষোলো আনা বুঝে।গরীবদের নিয়ে তারা মাথা ঘামায় না।আমি গরীব ছেলেিটকে ডাকলাম।তার নাম জিগ্যেস করলাম।সে বলল তার নাম আলামিন।তার বাবা মা কেউ নেই।সে এতীম।তার প্রতি আমার মায়া হইল।আমি তাকে বাসায় নিয়ে আসলাম।সে এখন আমাদেরর পরিবারের সদস্য।আসুন আমরা সবাই গরীবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

বাবু মোহন বলেছেন: দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.