নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আৃমার নাম বাবু মুহন।আমার বাড়ি রামগন্জে।আমার গ্রামের বাড়ি মধ্যপাড়া।আমি একজন ভালো মানের ব্লগার হতে চাই

বাবু মোহন

babumohon

বাবু মোহন › বিস্তারিত পোস্টঃ

[ভূতের , গল্প] , অদৃশ্য , কুঁড়ে , ঘর ,

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:২৮

ঘটনাটা আমার এক আঙ্কেলের কাছে
শোনা, উনার নাম মফিজুর রহমান । উনি
১৯৭১-এ যুদ্ধ করেছেন । যুদ্ধ শেষ হবে এমন
সময় কোন একটা অপারেশনে উনাদের
একজন যোদ্ধা সাথী মারা যান
কপালে গুলি খেয়ে, যার নাম সফি
উল্লাহ্ ।
কয়েকদিন বাদেই যুদ্ধ শেষ হলো ।
আঙ্কেল ঠিক করলেন সফি উল্লাহ্র
বাড়িতে যাবেন উনার মৃত্যুর খবর দিতে
। সফি উল্লাহ্র কিছু ব্যক্তিগত চিঠি
থেকে উনার স্ত্রীর ঠিকানা জোগাড়
করা হলো । জায়গাটা বাগেরহাটের
খান জাহান আলীর ষাট গম্বুজ মসজিদের
আশেপাশে কোন একটা গ্রাম ।
কোন একদিন আঙ্কেল রওনা দিলেন, একে
তো রাস্তার অবস্থা খারাপ তারপর যুদ্ধ
পরবর্তী অবস্থা । অনেক কষ্টে সন্ধ্যায়
গিয়ে
পৌঁছালেন ওই গ্রামে, মানুষ জনকে
জিজ্ঞেস করে সফি উল্লাহ্র বাড়িও খুঁজে
পেলেন ।
ছনের কুঁড়ে ঘরের মত ছোট্ট ঘর, বাইরে
থেকেই দেখলেন ভিতরে কুপির আলো
জ্বলছে । উনি সফি উল্লাহ্র স্ত্রী ও
মেয়ের সাথে দেখা করলেন আর তাদের
জানালেন মৃত্যুর খবরটা । খবরটা শুনে
ওদের মধ্যে কোন ভাবান্তর হলো না ।
সফি উল্লাহ্র স্ত্রী বলল হঠাৎ “আপনি
অপেক্ষা করেন উনি আইসে পরবিনে ।”
আঙ্কেল বুঝতে পারলেন না, ভাবলেন
ওদের কোন আত্মীয়র কথা বলছে । রাতের
খাবার তিনি ওখানেই খেলেন, পরে
বাইরে উঠানে সিগারেট ধরালেন আর
সারাদিনের কথা চিন্তা করলেন ।
কেন সফির স্ত্রী আর মেয়ে কোন রকম
কান্নাকাটি করল না, কেনই বা এরকম
ভাব করল । তখনই হঠাৎ একটা কণ্ঠস্বর বলল
আরে মফিজ ভাই কেমন আছেন ? কণ্ঠস্বর
শুনেই
আঙ্কেল বুঝেছিলেন এটা সফির গলা ।
অন্ধকারে সফির অবয়বটাও ভালোই
বোঝা যাচ্ছে । তিনি আর অপেক্ষা না
করে পিছনের মাঠ দিয়ে দৌড়াতে
লাগলেন । পালানোর সময় পিছন দিক
দিয়ে বিকট আর অদ্ভুত আওয়াজ পাচ্ছিলেন,
এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান ।
সকালের দিকে জ্ঞান ফিরলে তিনি
দেখেন তিনি খান জাহান আলীর
দীঘির পাশে পড়ে আছেন । আশেপাশে
লোকজন, তিনি সবাইকে ঘটনা খুলে
বলেন । ওরা জানায় কিছুদিন আগে
পাকিস্তানিরা ওই বাড়িতে আগুন
ধরিয়ে দেয় আর মা ও মেয়ে মারা যায়

উনি পরে গিয়ে ওখানে কোন বাড়ি
দেখতে পাননি । যেই লোক বাড়ির পথ
দেখিয়েছিল তাকেও পাননি খুঁজে ।
পড়ে তিনি ফিরে আসেন । সফি উল্লাহ্
একটা অপারেশনে মারা যান, উনার
লাশ খুঁজে পাওয়া যায়নি ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:২৯

বাবু মোহন বলেছেন: ভয় লাগছে

২| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



ভুত ইত্যাদির গল্লে কোন মুক্তিযোদ্ধাকে জড়ানো ঠিক হয়নি; পোস্টটা মুছে দেন।

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৩

কালের সময় বলেছেন: গল্প ভালই হইছে তবে ভূত নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.