নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আৃমার নাম বাবু মুহন।আমার বাড়ি রামগন্জে।আমার গ্রামের বাড়ি মধ্যপাড়া।আমি একজন ভালো মানের ব্লগার হতে চাই

বাবু মোহন

babumohon

বাবু মোহন › বিস্তারিত পোস্টঃ

হোজ্জার অতিথিপরায়ণ

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

হোজ্জা একদিন চায়ের স্টলে সবাইকে বললেন, 'আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।'
'বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান', বলল সবচেয়ে চতুরজন।
তাদের নিয়ে বাসার দিকে রওনা দিলেন হোজ্জা। বাড়ির কাছে এসে হোজ্জা বললেন, 'আমি আগে বাসায় গিয়ে স্ত্রীকে কথাটা বলি। তোমরা একটু পরে আসো।'
খবরটা শোনার পর স্ত্রী রেগে আগুন, 'ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বলো।'
'তা পারব না, আমি যে অতিথিপরায়ণ, তার একটা সুনাম আছে।'
'বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো; আমি ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।'
এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিল।
হোজ্জার স্ত্রী দরজা খুলে বললেন, 'হোজ্জা তো বাড়ি নেই।'
'সেকি, আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি। সেই থেকে দরজার দিকেই তাকিয়ে আছি। সে তো বের হয়নি।'
কথাটা শুনে হোজ্জার স্ত্রী চুপ করে গেলেন। ওপর তলার জানালা দিয়ে হোজ্জা পুরোটাই দেখছিলেন। নিজেকে আর ধরে রাখতে পারলেন না, জানালা দিয়ে ঝুঁকে বললেন, 'আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

বাবু মোহন বলেছেন: owsome

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: চমৎকার অতিথিপরায়ণতা। ভাল লাগল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.