![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বছর আগে রাশিয়ান বিজ্ঞানীদের পাওয়া ৯৫ আলোকবর্ষ দূর থেকে আসা এইচডি ১৬৪৫৯৫ সংকেতটি সম্ভবত পৃথিবী থেকে এসেছিল বলে ধারণা বিজ্ঞানীদের।
একদল রাশিয়ান গবেষক দাবি করেছিলেন, তারা ৯৫ আলোকবর্ষ দূর থেকে একটি শক্তিশালী রেডিও সিগনাল পেয়েছেন যা সৌরজগত থেকে আসা। এই সংকেতটি RATAN-৬০০ রেডিও টেলিস্কোপ দ্বারা রেকর্ড করা হয়।
এতদিন মানুষ এই সংকেতটিকে পৃথিবীর বাহিরের কোন স্থান থেকে আসা এমন মনে করা হয়েছিল কিন্তু এটি মুলত পৃথিবীর একটি সিগনাল এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।
রাশিয়ান একডেমী অফ সাইন্স এর এক বিবৃতিতে বলা হয়, এই প্রোগ্রামটির কাঠামো তখন তৈরী হয় যখন ২০১৫ সালে ২.৫ সেমি. দৈর্ঘের একটি তরঙ্গ আবিস্কার করা হয়।তখন ধারণা করা হয়েছিল যে উক্ত সংকেতটি কোন ভিনগ্রহ থেকে আসছে। পরবর্তিতে যাচাই বাচাই করে দেখা যায় এটা আসলে পৃথিবী থেকে প্রদত্ত্ব একটি তরঙ্গ।মজার ব্যাপার হল, এই প্রথমবার বিজ্ঞানীরা অবাস্তব কিছুতে বিশ্বাস করেছিল আবার তা ফিরিয়ে নিল। - বিডি ২৪ লাইভ
©somewhere in net ltd.