নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ami babumohon

বাবু মুহন

বাবু মুহন › বিস্তারিত পোস্টঃ

গোপালের ফাও আলু খরিদের গল্প

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল। পথেই দেখা হল এক বন্ধুর সঙ্গে। রসিক বন্ধুটি গোপালের আলু খরিদ করার কথা শুনে বলল, তুমি যদি আলু বিনি পয়সায় খরিদ করতে পার তাহলে দশ টাকা পুরস্কার পাবে। গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উসকে দিল। মনে করেছিল গোপাল পারবে না।

গোপাল বন্ধুকে বললে, ও এই কথা? তুমি আমার সাথে হাটে চল দেখবে। দিব্যি বিনি পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরব। কাউকেও কোনো পয়সা দিব না। তা তুমি সচক্ষে দেখতে পারবে।

হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে ভাই, আমি যদি তোমার কাছে থেকে পাঁচ সের আলু কিনি, কটা আলু ফাউ দেবে তুমি আমাকে বল?

শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি। আলুওয়ালারা বললে, পাঁচ সের আলু কিনলে পাঁচটা করে আলু ফাউ পাবেন। এর বেশি দিতে পারব না।

গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বলল, এই হাটে কেবল ফাউটা নিলাম, সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে পাঁচ সের করে আলু কিনব।

সকলেই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখল। গোপাল দিব্যি বিনি পয়সার আলু কিনে বাড়ি ফিরল। বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে দশ টাকা পুরস্কার দিতে হল।

বন্ধুটি মনে মনে ভাবল না দিলে হয়ত গোপাল কোনও সময় ১০০ টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে। তার চেয়ে আগে দেয়া ভাল।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

বাবু মুহন বলেছেন: দারুণ

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: দারুণ মজা

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
গোপাল তো গোপাল ই।
চিকনা বুদ্ধি সব। ;)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

সাহসী সন্তান বলেছেন: ঘটনাটা বর্তমান সময়ের হইলে গোপালের ভাগ্যে কি ঘটতো সেইটা নিয়া আপাতত আমি ব্যাপক টেনশিত! এতক্ষনে আইসিইউ এর একটা বেড বোধ হয় গোপালের নামে অগ্রিম বুকিং দিয়া রাখতে হইতো! ;)

তবে মানুষটা আসলেই মজার ছিল। বাস্তবে কেউ কখনো গোপাল ভাড় ছিল কিনা জানি না, তবে সত্যিই যদি থেকে থাকে তাহলে তার উপস্থিত বুদ্ধির অবশ্যই প্রশংসা করতে হয়!

মজার পোস্টে প্লাস! শুভ কামনা জানবেন!

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গোপাল ভাঁড়। ছোট বড় সকলের প্রিয় চরিত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.