নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ami babumohon

বাবু মুহন

বাবু মুহন › বিস্তারিত পোস্টঃ

এবার ডিভাইস জানাবে কোনটি গাছপাকা ফল !

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২

বাজার থেকে ফল কিনে কখনও বুঝেছেন সেটা
গাছপাকা নাকি কার্বাইডের মাধ্যমে পাকানো?
বাইরের রঙে মোহিত হয়ে আমরা যে ফল কিনে
বাড়িতে ঢুকি, অধিকাংশ ক্ষেত্রেই সেই আম-কলা-
লিচু-কাঁঠাল কার্বাইডে পাকানো থাকে। তাতে
উপকারের চেয়ে অপকারই বেশি। তাই বলে ফল
খাওয়া কি আর বন্ধ করা যায়?
এবার চলে এলো এক অদ্ভুত ডিভাইস যা আপনাকে
ঠিক বলে দেবে ফলটি গাছপাকা নাকি কৃত্রিম
ভাবে পাকানো হয়েছে! হ্যাঁ, এমনই এক যন্ত্র বা
ডিভাইস নিয়ে এল মাস্যাচুসেটস ইনস্টিটিউট অফ
টেকনোলজি-র গবেষকরা।
তারা জানিয়েছেন, এই ডিভাইসটিতে রয়েছে একটি
স্পেকট্রোমিটার। যেখান থেকে আলট্রাভায়োলেট
বা অতিবেগুণি আলো বিচ্ছুরিত হয়ে ফলের গায়ে
গিয়ে পড়ে। তাতেই ক্লোরোফিলের পিগমেন্টের
ঔজ্জ্বল্য মেপে, তা তৎক্ষণাত্ বিশ্লেষণ করে
জানিয়ে দিতে পারে ফল গাছপাকা কি না। ফলে,
আপনি নিজে ধরতে না-পারলেও সেই ডিভাইস
আপনাকে শরীরের পক্ষে ক্ষতিকারক ক্যালসিয়াম
কার্বাইড সহজেই চিনিয়ে দেবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৩

সেলিম৮৩ বলেছেন: অামরা যন্ত্রটি পাবো কবে?
বাংলাদেশে মিনিমাম ২ কোটি যন্ত্রের প্রয়ােজন।
সবার অাগে অামার একটা দরকার। X(

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১

কলাবাগান১ বলেছেন: যে যন্ত্রটি বাংলাদেশে মিনিমাম ২ কোটি প্রয়ােজন, সেই যন্ত্র তো বাংলাদেশে ই প্রথম আবিস্কার হওয়ার কথা...এমআইটি কেন??? সেখানে তো ভেজাল নাই তাই এই মেশিনের দরকার ও নাই।

তবে বাংগালীরা ব্যস্ত ফেসবুকে তার প্রোফাইল পিকচারে কতজন লাইক দিল সেটা নিয়ে....পড়ালিখার/আবিস্কারের সময় কোথায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.