![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বিয়েবাড়ির আসরে
মধ্যবয়স্ক এক ভদ্রলোক
গোপালকে জব্দ করার
উদ্দেশ্যে সবাইকে শুনিয়ে
শুনিয়ে বলল—গোপাল,
তোমার সঙ্গে আমার তো
অদ্ভুত মিল। সত্যি, সচরাচর এমন
মিল দেখা যায় না। কী
বলো?
গোপাল—তা যা বলেছেন।
রসিক ভদ্রলোক—যা সত্যি
সবাইকে তা মেনে নিতেই
হয়। আচ্ছা গোপাল, তোমার
মা নিশ্চয় মাঝেমধ্যে
আমাদের বাড়িতে আসত। নইলে
তোমার আমার চেহারায় এমন
মিল হয় কী করে?
ভদ্রলোকের কথা শেষ হতে
না-হতেই আসরে হাসির রোল
উঠল। সবাই ভাবল, গোপাল
ভাঁড় এবার বেশ জব্দ হয়েছে।
গোপাল কিছুমাত্র বিচলিত
না হয়ে বলল—আমার
চেহারার সঙ্গে আমার
বাপের চেহারার অদ্ভুত মিল।
যতদূর জানি, আমার বাবা
প্রায়ই আপনাদের বাড়ি
যেতেন। আর সে জন্য মা
বাবাকে খুব বকাবকি করতেন।
গোপালের কথায় আসরে আবার
হাসির রোল উঠল।
গোপালের সঙ্গে রসিকতা
করতে এসে মধ্যবয়স্ক
লোকটিকেই আসর ছেড়ে
পালাতে হলো।
©somewhere in net ltd.