নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ami babumohon

বাবু মুহন

বাবু মুহন › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা নির্যাতন: এবার মিয়ানমারকে কড়া সতর্কতা দিলেন মালয়েশিয়ার সেনা প্রধান!

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পর
এবার মিয়ানমারকে সতর্ক করলেন
মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর
প্রধান (আর্মড ফোর্সেস চিফ)
জেনারেল জুলকিফেলি মোহাম্মদ
জিন। ওদিকে আরও একধাপ এগিয়ে
গেছেন সেনাপ্রধান জেনারেল
রাজা মোহাম্মদ আফান্দি রাজা
মোহামেদ নূর।
তিনি বলেছেন, জাতিসংঘ চাইলে
মিয়ানমার সহ যেকোনো দেশে
টালমাটাল অবস্থায় শান্তিরক্ষী
পাঠাতে প্রস্তুত রয়েছে
মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী।
মিয়ানমারে রোহিঙ্গা
পরিস্থিতি যদি শান্তিপূর্ণ উপায়ে
সমাধান করা না যায় তাহলে তা
থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দায়েশ
বা আইএসের বিস্তার হতে পারে
বলে দেশটিকে সতর্ক করেছেন
জেনারেল মোহাম্মদ জিন। এ খবর
দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য
ডেইলি স্টার।
এতে বলা হয়, মিয়ানমারের
সেনাবাহিনীর শীর্ষ স্থানীয়
নেতাদের সঙ্গে বৈঠকের সময় এসব
সতর্ক বার্তা তুলে ধরেন মোহাম্মদ
জিন। তিনি শিগগিরই সশস্ত্র
বাহিনীর পদ থেকে অবসরে
যাচ্ছেন। তার আগে তিনি
মিয়ানমারের সেনা কর্মকর্তাদের
সঙ্গে মালয়েশিয়া ও এ অঞ্চলে অন্য
দেশগুলোতে আইএসের হুমকির বিষয়ে
সতর্ক করে দেন। এ বিষয়ে একটি
বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা
হয়েছে, মোহাম্মদ জিন উদ্বেগ
প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, (আইএসের) হুমকি
বাস্তব। এ বিষয়ে মালয়েশিয়া
কঠোর দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। তাই
এ হুমকি মোকাবিলার জন্য
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে
সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন
মোহাম্মদ জিন। তিনি সোমবার এ
বিষয়ে মিয়ানমারের সশস্ত্র
বাহিনীর প্রধান সিনিয়র
জেনারেল মিন অং হ্লাং-এর সঙ্গে
এসব ইস্যুতে কথা বলেছেন।
অন্যদিকে কোটা সামারাহানে
সেনাবাহিনী প্রধান জেনারেল
রাজা মোহাম্মদ আফান্দি রাজা
মোহামেদ নূর জাতিসংঘ চাইলে
মিয়ানমার সহ যেকোনো দেশের
টালমাটাল পরিস্থিতিতে
শান্তিরক্ষী পাঠাতে
মালয়েশিয়া প্রস্তুত বলে মন্তব্য
করেছেন।
তিনি আরও বলেছেন,
সেনাবাহিনীকে একটি
‘স্ট্যান্ডবাই’ ফোর্স প্রস্তুত রাখার
দায়িত্ব দেয়া হয়েছে, যাতে
তাদেরকে যেকোনো স্থানে
মোতায়েন করা যায়। তবে সেটা
জাতিসংঘের প্রয়োজনে হতে হবে।
মালয়েশিয়াতে যেসব রোহিঙ্গা
শরণার্থী রয়েছেন তাদের বিষয়ে
তিনি বলেন, শরণার্থী নিয়ন্ত্রণ
করতে সীমান্তে প্রশিক্ষণ তৎপরতা
বৃদ্ধি করা যেতে পারে।
উল্লেখ্য, রাজা মোহাম্মদ আফান্দি
২৫তম সেনাপ্রধান হিসেবে তার
মেয়াদ শেষ করবেন শিগগিরই।
এরপরই সশস্ত্র বাহিনীর প্রধান
জেনারেল মোহাম্মদ জিনের পদে
তাকে নিয়োগ করার কথা। তিনি
বলেছেন, যেকোনো হুমকির মুখে
সফলতা নিশ্চিত করতে
সেনাবাহিনীর সব কর্মকর্তাকে
অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

আল হাবসি বলেছেন: আরব রা-চুপ কেন ?-ও আইসি কি বসে বসে আঙ্গুল ---- // গোটা সমাজে আজ ইসলাম ফোবিয়া----মুসলমানদের অস্তিত্য বিলপ্তি সমা্সন্ন্য--এই চরম সত্যটী উপলব্দী হেতূ -
জ্যাস্ট অধিপত্য রক্ষার তাগিদে স্মমানিত জেনারেলের --উপরূক্ত আটিকেলের এ রুপ বাত ব্যয়ান---
ব্রো---- কেউ কিচ্চু করবে না===

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.