নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবু ভাইয়ের ব্লগ

সব স্বাভাবিক জিনিসই অস্বাভাবিক..

বাবু ভাইয়া

ভাবছি,

বাবু ভাইয়া › বিস্তারিত পোস্টঃ

বিবেক -তুমি কোথায়??

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

রাতের আধারে যেমন গ্রামের অন্ধকার পথে হাটঁতে টর্চলাইট নিয়ে বেরুতে হয় তেমনি বর্তমানে মানুষের মনুষ্যত্বকেও টর্চলাইট দিয়ে খুঁজে বের করতে হয়।
খুব বেশিদিন আগের কথা না যখন মানুষ মানুষের বিপদে দৌড়ে আসত,অথচ আজ!

রাস্তা দিয়ে হেটেঁ যা্ওয়ার সময় একজন হয়তো আপনি দেখলেন আপনার মতোই একজন পথচারীকে ছিনতাইকারী আক্রমণ করেছে। লোকটি চিৎকার করছে বাচাঁর জন্য।

আপনি শুধু একা নন,পাশে হয়তো আরো একশো লোক হেটে যাচ্ছে কিন্তু আপনার কিংবা তাদের কোনো ধরনের মাথাব্যাথা নেই।

আপনি হয়তো বলতে পারেন-আমার একার কিসের ঠ্যাকা পড়ছে যে নিজের জীবনের ঝুকি নিয়ে অপরকে বাচাতে যাবো।অন্যের জন্যে কি নিজে বিপদের মুখে পড়বো নাকি!!
অন্য একজনকে প্রশ্ন করলে তার কাছ থেকেও একই ধরনের উত্তর পা্ওয়া যাবে।কিন্তু আপনারা তো একা ছিলেন না।পাশে যে অপরিচিত লোকটি আছে তাকে তো অন্তত সাথে নিতে পারেন।এমনিভাবে কয়েকজন মিলে কি একজনকে বাচানো যায় না?

যে লোকটি বিপদে পড়েছে সে তো একা। অথচ পাশে তো আপনারা অসংখ্য লোক আছেন যারা চাইলেই তাকে বাচাতে পারেন।

জীবনের ঝুকি নিয়ে একজন এগিয়ে যা্ওয়ার কথা বলছি না।সকলেই তো সম্মিলিতভাবে কাজগুলো করতে পারি।

প্রশ্ন হতে পারে ছিনতাইকারী তো আর এতো সময় নিয়ে ছিনতাই করে না; যে কয়েকজন একত্রিত হয়ে তাকে বাচাবো।

হ্যা ভাই ঠিক বলেছেন।তবে যখন সম্ভব তখন তো করা যায়??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.