নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের এক মফস্বল শহরের ছেলে আমি। ব্লগে সোনা মানিক নামে লেখলে ও আমার নাম গাউছুর রাহমান। নিন্মবিত্ত হবার কারনে সমাজের অনেক নির্যাতন নিপীড়ন এর মধ্যে বড় হয়েছি তাই সাধারন মানুষের কষ্ট কিছুটা হলে ও বুঝি তাই শোষিত মানুষের হয়ে লেখার পথ বেছে নিয়েছি।

সোনা মানিক

কথা কম বলেন বাচবেন বেশিদিন...পারলে লিখা যান...

সোনা মানিক › বিস্তারিত পোস্টঃ

"মানবাধিকার কমিশন"

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩

মাঝে মাঝে নিউরনে আলোড়ন উঠে, মানুষের মানবতা কোথায় এসে থমকে গেল!!!!?
তখন একটাই উত্তর আসে - "মানবাধিকার কমিশন"।
মানবতা যেখানে মানুষের ঘাড় থেকে নেমে কাগুজে ফাইলে বন্দি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০

রাসেল সরকার বলেছেন: গায়ের জোরে বা অস্ত্রের মুখে কোন হিন্দু লোকের গলায় মুসলিম লিখিত সাইন বোর্ড ঝুলিয়ে দিলেই, তাকে যেমন মুসলিম বলা যাবেনা, তেমনি কোন ওয়ালের গায়ে মানবধিকার কমিশন নামে সাইন বোর্ড দিলেই, সেটা মানবধিকার কমিশন হয় না । মানবতা আজ কারারুদ্ধ, অবরুদ্ধ । যেখানে মত প্রকাশের স্বাধীনতা পাওয়া যায় না । সেখানে কখনোই মানবতা উন্মুক্ত থাকে না । সত্য ও মানবতায় বিশ্বাসী কোন মানুষই স্বৈর রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার সহযোগী হতে পারেনা ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

সোনা মানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.