নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের এক মফস্বল শহরের ছেলে আমি। ব্লগে সোনা মানিক নামে লেখলে ও আমার নাম গাউছুর রাহমান। নিন্মবিত্ত হবার কারনে সমাজের অনেক নির্যাতন নিপীড়ন এর মধ্যে বড় হয়েছি তাই সাধারন মানুষের কষ্ট কিছুটা হলে ও বুঝি তাই শোষিত মানুষের হয়ে লেখার পথ বেছে নিয়েছি।

সোনা মানিক

কথা কম বলেন বাচবেন বেশিদিন...পারলে লিখা যান...

সোনা মানিক › বিস্তারিত পোস্টঃ

লোড শেডিং

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৫

ধরা যাক একটা শহরে প্রতিদিন ১০০০০ ওয়াট বিদ্যুৎ লাগে, তার মানে প্রতিদিন ২৪*১০০০০=২৪০০০০ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে নতুন কোম্পানি হল যাদের প্রতিদিন ৪০০০০ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন আর তারা সেটাকে সুলভ করার জন্য বিদ্যুৎ অফিস এ যোগাযোগ করল।অতঃপর তারা সমাধান পেল সমাধান টা অনেক সহজ। শহরের বিদ্যুৎ বেবস্থার উন্নতি করন অথবা ত্রুটি দেখিয়ে দিনে ৪বার লোড শেডিং করে পাওয়া যাবে ৪*১০০০০=৪০০০০ ওয়াট বিদ্যুৎ। যার হিসেব আসবে শহরের আম জনতার মিটার থেকে। বিদ্যুৎ বিভাগ ভুতুরে বিল বানাতে পটু আর এই বেপারটা আমরা সবারই জানা এইটা এমন নতুন কিছু নয়। হিসেব এর হিসেব ঠিক রইল আর কোম্পানি তার উৎপাদন ব্যয় কমাতে গিয়ে পোর ৪০০০০ ওয়াট এর যা বিল আসত তার ১/৪ অংশ বিদ্যুৎ বিভাগ এর অফিসার এর ব্যাংক অ্যাকাউন্ট এ পাঠিয়ে দিল। এখন কোম্পানি প্রতিদিন ৪০০০০ ওয়াট এর বিল মনে করি ১০০০০০ টাকা ত হিসেব অনুযায়ী বিদ্যুৎ অফিসার কে দিতে হচ্ছে ২৫০০০ টাকা যা ৩০ দিন এ হচ্ছে ৭ লাখ ৫০০০০ টাকা। এইখানে কম্পানির ও লাভ বিদ্যুৎ অফিসার এর ও লাভ মদ্ধখান থেকে বাঁশ যাচ্ছে আমরা সাধারন মানুষের পাছা দিয়ে তাই হয়ত আমাদের ঘনঘন রক্ত আমাশয় হয়। একটা মানুষ এইভাবে দুর্নীতি করতে থাকলে ২ বছর পর ঢাকা শহরে একটা বাড়ি বানানো দুধ ভাত। তার উপর বড়বড় কম্পানির হাওয়া হাওয়াই ত আছে ই। কোম্পানি ৭৫% সেভ করছে এইটা তাদের জন্য বিশাল বেপার আর আমাদের শুধু ৪বার লোড শেডিং এ আর এমন কি? লোড শেডিং ত সব জায়গায় ই হয়।
আমরা বুঝেও বুঝি না কারন আমাদের মগজ নাই আর এইটা আমাদের মগজ ওয়ালা সরকার ও জানেন তাইতো ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। আর আমরা ও দেখছি আর ঘুমের মধ্যে পেন্ট ভিজাচ্ছি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৪

মেহেদী হাসান '' বলেছেন: দুর্নীতি মুক্ত বাংলাদেশের প্রত্যাশা আমারা সাধারনেরা।

২| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৮

সোনা মানিক বলেছেন: এমন টা আমরা সবাই প্রত্তাসা করি আর এর জন্য প্রয়োজন জনসচেতনতা

৩| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ভাল মানুষ না বলেছেন: আপনার কথায় সহমত। কিন্তু আমরা মুলা দেখে জিব এর সাধ জাগিয়ে রাখার মত মানুষ। ওরা মুলা দেখিয়ে যায় আর আমরা জিহবার রস সামলাই তে গিয়ে নিজেরাই ঝুলে যাই।

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৫

সোনা মানিক বলেছেন: শেষ পর্যন্ত ত মূলা টা ও পাই না

৪| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ভাল মানুষ না বলেছেন: আপনার কথায় সহমত। কিন্তু আমরা মুলা দেখে জিব এর সাধ জাগিয়ে রাখার মত মানুষ। ওরা মুলা দেখিয়ে যায় আর আমরা জিহবার রস সামলাই তে গিয়ে নিজেরাই ঝুলে যাই।

৫| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

এমরানুল হক বলেছেন: দিনে ৩ বেলা খাবার আর সাথে ৩/৪ বার লোডশেডিং এখন সবার দইনিক রুটিন এর একটি অংশ হয়ে গেছে।

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৮

সোনা মানিক বলেছেন: শুধু লোড সেডিং নয় এমন আরও অনেক কিছুই আমাদের জিবনের অংশ হয়ে গেছে কারণটা হল আমরা সচেতন নই।

৬| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

এমরানুল হক বলেছেন: দিনে ৩ বেলা খাবার আর সাথে ৩/৪ বার লোডশেডিং এখন সবার দইনিক রুটিন এর একটি অংশ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.