নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই নিশ্চয়ই ভালো আছেন। আশা করি, বাংলা গানের সঙ্গেই আছেন। গত কয়েকটি ক্লাসে বিভিন্ন ফেইডে থাকা স্বরলিপিগুলো দেখিয়েছি। এ ছাড়া কয়েকটি হাতের অনুশীলন দেওয়া হয়েছে। আজকের ক্লাসে গিটার টিউন নিয়ে আলোচনা করব। গিটার যদি সঠিকভাবে টিউন বা সুর করা না থাকে তাহলে আপনার কাছে গিটার বাজানোর শব্দগুলো বেসুরো মনে হবে। তাই আপনার গিটারটি বাজানোর আগে সঠিক টিউন করে নিতে হবে। গিটার টিউন করা সহজ নয়, আবার খুব বেশি কঠিনও নয়। শুধু কিছু কৌশল অবলম্বন করলেই আপনিও গিটার টিউন করতে পারবেন। গিটার টিউনের আগে গিটারের ৬টি তার একটু ঢিলেঢালা করে নিন। ফলে সঠিক টিউন সহজে বুঝতে পারবেন। এর আগে বলে রাখা দরকার খোলা তারগুলো কী কী নোটে বাজে –
নিচ থেকে
১ নম্বর তার ওপেন ঊ, ২ নম্বর তার ই, ৩ নম্বর তার এ, ৪ নম্বর উ, ৫ নম্বর অ ও ৬ নম্বর তারটি ঊ নোটে বাজে।
টিউনের কৌশল
শুরুতে ১ নম্বর তার খোলা আঙ্গুলে বাজান। এরপর দুই নম্বর তারের ওপর আঙ্গুল রেখে পঞ্চম ফেইডে বাজান। এরপর একসঙ্গে দুটি তার, মানে ১ ও ২ বাজান। দেখুন তার দুটি থেকে যে শব্দ বের হচ্ছে তা একইরকম শোনায় কি-না। যদি শব্দ দুটি এক না হয়, তাহলে ২ নম্বর তারের টিউনার 'কি' অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে নিন। এরপর পঞ্চম ফেইডে আঙ্গুল রেখে আবার ২ নম্বর তার বাজান। যদি তার দুটি থেকে বের হওয়া শব্দ দুটি একই শোনায় তাহলে বুঝতে হবে সেগুলো নোট একই। এবার এই নোটটিকে ঊ নোট করে নিতে হবে। কারণ ১ নম্বর তার খোলা বাজালে ঊ নোটে বাজে। প্রয়োজনে একটি কিবোর্ড, হারমোনিয়াম কিংবা টিউনারের সাহায্য নেওয়া যেতে পারে। শুরুতে ঊ নোটের টিউন করতে একটু ঝামেলা হতে পারে। নিয়মিত বাজানোর পর ঊ নোটের শব্দ আপনার কানে গেঁথে যাবে। ফলে যে কোনো টিউন শুনলেই আপনি বুঝতে পারবেন, এটি কোন নোটে বাজছে। এবার পরের তারে অর্থাৎ ই নোটের কথায় আসি। ২ নম্বর তার ওপেন ও ৩ নম্বর তার চার নম্বর ফেইডে বাজবে। টিউনার কি ঘুরিয়ে দুটি তার থেকে প্রকাশিত ধ্বনি এক করে নিতে হবে। ২ নম্বর তার খোলা বাজলে ই নোটে বাজে। আর ৩ নম্বর তার চতুর্থ ফেইডে বাজলে ই নোটে বাজবে। এরপর ৩ নম্বর তার ওপেন এবং ৪ নম্বর তার পঞ্চম ফেইডে বাজবে আর দুটি তার থেকে একই শব্দ বের হবে। এটি হবে এ নোট। পরবর্তী ৪ নম্বর তার ওপেন ও ৫ নম্বর তার পঞ্চম ফেইডে বাজবে। এই নোটটি হবে উ নোট। এবার ৫ নম্বর তার ওপেন আর ৬ নম্বর তার পঞ্চম ফেইডে বাজবে। শব্দ দুটি এক করে নিতে হবে। এটি বাজবে অ নোটে। এভাবে আপনার গিটার খুব সহজে টিউন করতে পারবেন। টিউনের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, শব্দ দুটি যেন একই হয়। তারগুলোতে বেশ কয়েকবার নাড়া দিয়ে টিউন করতে হতে পারে। প্রয়োজনে একসঙ্গেই দুটি তার বাজানো যেতে পারে। তবে শুরুতে একটি একটি করে বাজানো ভালো। একটু সহজভাবে বললে, শুরুতে ওপেন তারটি বাজাবেন। সঙ্গে সঙ্গে আপনি একই নোট করতে চাইলে পরের তারে বাজাবেন। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন_ টিউন করার সময় আপনার চোখ ও গিটারের দূরত্ব যেন বজায় থাকে। কারণ, টিউনারের কি দিয়ে টিউনের সময় হয়তো কোনো তারে জোর বেশি পড়তে পারে। এ কারণে তারটি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর দেরি না করে আমার গাইড ও গিটার নিয়ে বসে পড়ূন এবং গিটারটি টিউন করে নিন।
দৃষ্টি আকর্ষণ: পূর্বের ১ - ১১ পর্ব দেখতে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
পুংটা বলেছেন: ভাই... ইউটিউব এখন খোলা। ইউটিউবে গিটার শিক্ষার এ টু জেড আছে।