নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের ক্ষেত্রে
১) প্রতিদিন অসংখ্যবার আয়নায় সামনে বসা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রবণতা বেড়ে যাওয়া।
২) রুপচর্চা বেড়ে যাওয়া।
৩) বিশেষ কোনো পোষাকের প্রতি অতিরিক্ত দুর্বলতা দেখানো।
৪) অকারনে ওড়না পড়ে যাওয়া এবং তা ঠিক করতে বেশি সচেতন হওয়া।
৫) ঘনঘন বারান্দায় গিয়ে দাড়ানো।
৬) টিভিতে প্রেম বিষয়ক দৃশ্য দেখে লজ্জা লাল হয়ে যাওয়া।
৭) দরজা বন্ধ করে রাখার প্রবণতা তৈরি হওয়া।
৮) যার কোনো কালে ঘুম মিয়ে সমস্যা ছিল না।তার ঘুম না হওয়া।
৯) বাসায় গয়না,চুড়ি,পারফিউম আধিক্য দেখা যাওয়া এবং সেগুলোর প্রতি বিশেষ যত্নবান হওয়া।
১০) খুব আহ্লাদী হয়ে যাওয়া।
১১) পুরুষ জাতির প্রতি অকারণে বিদ্বেষ তৈরি হওয়া
ছেলেদের ক্ষেত্রে
১) হেয়ার স্টাইল নিয়ে চিন্তিত হয়ে পড়া এবং ঘনঘন চুলে হাত দেওয়া। ফ্যাশনে সর্ম্পূণ আধুনিক হয়ে যাওয়া ।
২) কবিতা লিখা যার জীবনে ইচ্ছা ছিলনা তার ''ভালবাসা জাতীয় কবিতা'' লেখা।
৩) মানিব্যগে টাকা না থাকা ।
৪) বাসায় মেজাজ সব সময় সপ্তমে থাকা।
৫) নারী প্রতি অকারণে অবহেলা বেড়ে যাওয়া।
৬) সিগারেটের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া ।অভ্যাস না থাকলেও নতুন করে চেষ্টা করা।
৭) দাড়ি গোফ মাঝে মাঝে লম্বা হয়ে যাওয়া।
৮) ভালোবাসার গান শোনা । কিছু গানের প্রতি অতিরিক্ত আগ্রহী হয়ে ওঠা।
৯) বন্ধুদের মাঝে অনুপস্থীতির হার বেড়ে যাওয়া।হঠাৎ করে কিপ্টে হয়ে যাওয়া।
১০) নির্দিষ্ট কোনো বাড়ির বা ... সামনে বার বার চক্কর মারা।
১১) প্রচুর মিথ্যা কথা বলা।মিথ্যা কথা বলে ধরা খাওয়া।
১২) বাড়ি ফেরার সময় শার্টে,গায়ে,গালে,ঠোটে লাল/ নীল দাগ পড়া।
এ ধরনের আরও অসংখ্য পোস্ট দেখতে চাইলে এখানে ক্লিক করুন
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
তামিম ইবনে আমান বলেছেন: খাইসেরে
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
সর্বহারা:৭১ বলেছেন: মুই এক মাইয়্যার পেরমে পইড়াছি!!! কিন্তু হে পাত্তা দিচ্ছে না!!! চরম+গরম=শরম!!!!