নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদল ৭৭৭

বাদল ৭৭৭ › বিস্তারিত পোস্টঃ

ছবির কাজে সহায়ক কিছু ওয়েবসাইটের খোজখবর

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

ছবি সম্পাদনা যার-তার কাজ নয়। তবে সময়ের সাথে সাথে ছবির ব্যবহার যেভাবে বেড়েছে, তাতে করে ছবি সম্পাদনা প্রয়োজন হয়ে পড়েছে প্রায় সকলের জন্যই। বিশেষ করে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ছবি আপলোড করে থাকেন সবাই। আর এসব ছবির অনেকগুলোতেই হয়ত ইচ্ছে থাকে সম্পাদনা করার। অনেকেই আবার মূল ছবিতে নানা ধরনের ইফেক্ট যোগ করতে চান। আবার ছবির আকার ছোট-বড় করা কিংবা ছবি কেটে নেওয়ার কাজও প্রয়োজন হয় সবারই। এসব কাজের জন্যই নানা ধরনের সফটওয়্যার যেমন রয়েছে, তার সাথে সাথে রয়েছে নানা ওয়েবসাইট। এরকম কয়েকটি ওয়েবসাইটের কথা তুলে ধরা হলো এই লেখায়।



ফটোশপ

ছবি সম্পাদনার জন্য বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহূত সফটওয়্যারের নাম অ্যাডোবি'র ফটোশপ। এই সফটওয়্যারের পাশাপাশি তাদের অনলাইন সাইট থেকেও ছবি সম্পাদনা করার সুযোগ রয়েছে। এই সাইটে বিনামূল্যেই নিবন্ধন করা যাবে। আর বিনামূল্যে নিবন্ধন করার মাধ্যমেই এখানে ২ গিগাবাইট অনলাইন স্টোরেজ পাওয়া যাবে। এখানে নতুন ছবি তৈরি, ছবি সম্পাদনা এবং শেয়ার করার জন্য রয়েছে নানান টুলস। এখানকার ২ জিবি স্টোরেজ ব্যবহার করে আপনার পার্সোনাল গ্যালারি এবং প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন। এছাড়া ভিডিও সংরক্ষণ করা এবং স্ট্রিমিং করার সুবিধাও পাওয়া যাবে বাড়তি ফিচার হিসেবে। রয়েছে স্লাইডশো'র জন্য টেমপ্লেট তৈরি করার সুুবিধা। আবার এখানকার সংরক্ষিত ছবির অ্যালবাম দিয়ে ভিডিও তৈরিও করা যাবে 'অ্যানিমোটো' ব্যবহার করে। অ্যাডোবি'র এই সাইটের ঠিকানা : http://www.photoshop.com



পিক্সেলআর

ছবি সম্পাদনার আরেকটি চমত্কার সাইটের নাম পিক্সেলআর.কম। বিভিন্ন মিডিয়া থেকে এখানে ছবি সম্পাদনা করা যায়। পিক্সেল আর সাইটের এডিটরে গেলে শুরুতেই আসবে 'ক্রিয়েট এ নিউ ইমেজ', 'ওপেন ইমেজ ফ্রম কম্পিউটার', 'ওপেন ইমেজ ফ্রম ইউআরএল' এবং 'ওপেন ইমেজ ফ্রমলাইব্রেরি'- এই চারটি অপশন। এর মধ্যে লাইব্রেরি অপশনে পিক্সেলআর, ফেসবুক বা অনলাইনের অন্যান্য ইমেজ গ্যালারি থেকে আপনার ছবি সম্পাদনার জন্য যোগ করা যাবে পিক্সেলআর-এ। এই সাইটে সম্পাদনার জন্য রয়েছে বেশ কিছু ইফেক্ট এবং অন্যান্য টুলস। পিক্সেল আর-এর আরেকটি সুবিধা হচ্ছে মজিলার ফায়ারফক্স এবং গুগলের ক্রোম ব্রাউজারের জন্য এর এক্সটেনশন রয়েছে। এখানে ছবি সম্পাদনার পর সরাসরি যে কোনো সাইটেও আপলোডের সুবিধা রয়েছে। এর ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারের এক্সটেনশন থেকে স্ক্রিন ক্যাপচারও করা যায়। চমত্কার এই সাইটের ঠিকানা : http://www.pixlr.com



কাটমাইপিক

কোনো ছবিকে কেটে ছোট করা বা ছবির আকার বাড়ানোর জন্য খুব কাজের একটি ওয়েবসাইট কাটমাইপিক.কম। কেবল ছবি ছোট বড় করার জন্যই নয়, এখান থেকে কোনো ছবিতে স্পেশাল কালার ইফেক্ট ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়াও ছবির ফ্রেমের আকৃতি পরিবর্তন, শার্পনেস বাড়ানো, কনট্রাস্ট কমানো-বাড়ানোর মতো ছোট-খাট কাজগুলোও করা যায় এই সাইটে। এই সাইটের ঠিকানা : http://www.cutmypic.com



স্প্ল্যাশআপ

খুব সহজ ইন্টারফেস নিয়ে ছবি সম্পাদনার একটি কার্যকরী ওয়েবসাইটের নাম স্প্ল্যাশআপ। কেবল কম্পিউটার থেকে ছবি আপলোড করেই নয়, এখানে ছবি সম্পাদনা করা যাবে ইন্টারনেটের যেকোনো ইউআরএল থেকেই। পাশাপাশি ফ্লিকার, ফেসবুক বা অন্য যেকোনো সাইট থেকেও ছবি যোগ করা যাবে এই সাইটে এবং তা সম্পাদনা করা যাবে। এতে মাল্টিপল ইমেজ এডিটিং ফিচারও রয়েছে। আবার পিক্সেল লেভেল কন্ট্রোল এবং লেয়ারস অব ডেপথ-এর মতো ফিচারও যুক্ত রয়েছে স্প্ল্যাশআপ-এ। সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইট থেকে ছবি নিয়ে যেমন সম্পাদনা করা যায় এই সাইটে, তেমনি ছবি সম্পাদনা করার পর এখান থেকেই সরাসরি শেয়ার করা যায় বিভিন্ন সাইটে। এই সাইটের ঠিকানা: http://www.splashup.com।



পিক্সেনেট

ছবি সম্পাদনার মৌলিক কাজগুলো করার আরেকটি কার্যকরি সাইটের নাম পিক্সেনেট.কম। এই সাইটে কোনো ছবি আপলোড করার পর পুরো ছবি অথবা ছবির নির্ধারিত কোনো অংশও সম্পাদনা করা যায়। ছবি ক্রপ করা, ছবি রিসাইজ করা, রোটেট করা প্রভৃতি কাজ এখানে করা যায় সহজইে। এছাড়া রয়েছে রং সম্পাদনা করা, ছবিতে আলোর ব্যবহার সম্পাদনা করার সুযোগ। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে 'রেড আই' দূর করার সুবিধা। আর বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে ডুডল, যার মাধ্যমে ছবিতে বিভিন্ন রঙের বাড়তি কিছু ইফেক্ট যোগ করা যায়। এই সাইটের ঠিকানা : http://www.pixenate.com



ফটোফ্লেক্সার

পিকনিক-এর মতো প্রায় সব ফিচার নিয়েই তৈরি করা হয়েছে ফটোফ্লেক্সার.কম সাইটটি। এই সাইটে ছবি সম্পাদনার জন্য রয়েছে ৭টি বিভাগ- ইফেক্টস, ফন্টস, শেপস, ডুডলিং, ডিসটরশন, রিটাচ এবং লেয়ারস। এর বাইরেও আরও কাজ করার জন্য রয়েছে 'অ্যাডভান্সড' নামক আরেকটি টুলস। পিসি বা ল্যাপটপের বিল্ট-ইন-ক্যামেরা থেকে তোলা ছবি সম্পাদনা করা যায় এখানে। এর ইন্টারফেস ২২টি ভাষায় ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া ফেসবুক, ফ্লিকার, পিকাসা ওয়েব অ্যালবামের মতো স্থানে অনলাইনে সংরক্ষিত ছবিও সম্পাদনা করা যায় এই সাইটে। ছবি সম্পাদনার মৌলিক সব কাজই করা যায় এই সাইটে খুব সহজেই। সাইটের ঠিকানা : http://www.fotoflexer.com



এভিয়ারি

ছবি সম্পাদনা করার জন্য আরেকটি চমত্কার ওয়েবসাইটের নাম এভিয়ারি। এভিয়ারি বলে থাকে তাদের মাধ্যমে সম্পূর্ণ প্রফেশনাল পর্যায়ের ছবি সম্পাদনার কাজও করা যায়। তবে একইসাথে যারা ছবি সম্পাদনার কাজ শুরু করতে চান, তাদের জন্যও উপযোগী এই সাইট। প্রায় সব ধরনের প্ল্যাটফর্মের জন্যই এভিয়ারি কাজ করে। উইন্ডোজ ৮-এর পাশাপাশি অ্যাপল'র আইওএস এবং অ্যানড্রয়েডেও সহজেই ব্যবহার করা যায় এভিয়ারি। আবার এইচটিএমএল৫ প্ল্যাটফর্মেও সমান দক্ষতায় কাজ করে এভিয়ারি। ডেভেলপারদের জন্য এটি একটি আদর্শ সাইট হতে পারে। এর ইউজার ইন্টারফেস অনেক সহজ। এভিয়ারি ব্যবহার করতে চাইলে ভিজিট করুন http://www.aviary.com।



পিকচার২লাইফ

খুবই মৌলিক পর্যায়ের ছবি সম্পাদনার ফিচার নিয়েই সেবা দিয়ে যাচ্ছে পিকচার২লাইফ। যারা ছবি সম্পাদনায় একেবারেই নতুন, ঠিক তাদের জন্যই এই ওয়েবসাইটটি আদর্শ হতে পারে। তবে এই সাইটের বড় একটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে ছবির কোলাজ তৈরি করা যায় সহজেই। পাশাপাশি অবশ্য এই সাইট থেকেই সরাসরি সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ছবি শেয়ার করার সুযোগ রয়েছে। এই সাইটের ঠিকানা: http://www.picture2life.com।



ড.পিক

ছবি রিসাইজ করা, ক্রপ করার মতো মৌলিক পর্যায়ের ফিচার এবং এর সাথে বাড়তি কিছু ফিচার নিয়ে রয়েছে ড.পিক। কম্পিউটার থেকে ছবি আপলোডের পাশাপাশি ইন্টারনেটের কোনো ইউআরএল থেকেও ছবি যুক্ত করা যায় এই সাইটে সম্পাদনা করার জন্য। http://www.drpic.com ঠিকানায় গিয়ে ব্যবহার করতে পারবেন এই সাইট।



লুনাপিক

কোনো ছবিকে সম্পাদনা করা কিংবা নতুন করে ছবি তৈরি করে তাতে বিভিন্ন ধরনের ইফেক্ট যুক্ত করতে চমত্কার একটি ওয়েবসাইটের নাম লুনাপিক। এই সাইটে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। রয়েছে ড্রয়িং টুল, অ্যানিমেশন টুলের মতো ফিচার যা অনেক সাইটেই পাওয়া যায় না। এই সাইটের বড় একটি সুবিধা হচ্ছে এতে বিল্ট-ইন হিসেবেই রয়েছে প্রচুর পরিমাণে ইফেক্ট। যারা ছবিতে নানা ধরনের ইফেক্ট যুক্ত করতে পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ একটি ওয়েবসাইট হতে পারে। এই সাইটটির ঠিকানা: http://www.lunapic.com।



দৃষ্টি আকর্ষণ: এ ধরনের আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য জানতে চাইলে এখানে ক্লিক করুন

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.