নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদল ৭৭৭

বাদল ৭৭৭ › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটারে কাজ করার পর

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

চোখে ঝাপসা দেখা

চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। অন্ধকারে চোখ বন্ধ করে আধঘণ্টা বসে থাকুন।



চিকিৎসা

*গোলাপজলের সঙ্গে শসা থেঁতো করে চার ঘণ্টা ভিজিয়ে রেখে সেটা ছেঁকে নিয়ে দুই ফোঁটা করে দিনে দুইবার লাগান।

*এক চিমটি কর্পূর ত্রিফলা ভেজানো পানিতে মিশিয়ে তিন ঘণ্টা রেখে দিন। এরপর ছেঁকে সেই পানি দিনে দুবার করে লাগান।

*গোলাপজলের সঙ্গে এক চিমটি কর্পূর মিশিয়ে লাগালেও উপকার পাবেন।



লাল চোখ

চোখ ওঠা ছাড়া অনেক সময় চোখ লাল হয়ে যায়, যা নানা কারণেই হতে পারে। রোদচশমা ব্যবহার করুন। চোখকে বিশ্রাম দিন। কুসুম গরম পানি দিয়ে বারবার চোখ ধুয়ে ফেলুন।



চিকিৎসা

* কাঁচা হলুদের রসে গজ ভিজিয়ে তা দিয়ে বারবার চোখে সেক দিন উপকার পাবেন।

* সমুদ্রের ফেনা গোলাপজলে আধঘণ্টা ভিজিয়ে রেখে তারপর দুই ফোঁটো করে চোখে দুবার করে লাগান।



চোখ দিয়ে পানি পড়া

চোখ ডলবেন না। রোদচশমা পরুন। গরম পানির সেক দিন। চোখ যদি লাল হয়ে পিঁচুটি হয়, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আইড্রপ দিন।



চিকিৎসা

* আমলকীর রস এক ফোঁটা করে দিনে দুবার দিলে উপকার পাবেন।

*ত্রিফলা ভেজানো পানি ছেঁকে নিয়ে গোলাপজলের সঙ্গে মিশিয়ে এক ফোঁটা করে দিনে দুবার দিলেও উপকার পাবেন।



*** এ ধরনের আরও অসংখ্য তথ্য বহুল একটি পেজ দেখতে এখানে ক্লিক করুন * **

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.