নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদল ৭৭৭

বাদল ৭৭৭ › বিস্তারিত পোস্টঃ

রোমিও এবং জুলিয়েট ভাইবোনদের বিশেষ দৃষ্টি আকর্ষণ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আমাদের কনজার্ভেটিভ সমাজ ব্যবস্হায় স্কুল-কলেজ গন্ডীতে প্রেম হলেও সেগুলো ফিকে হয়ে যাবার সম্ভাবনা বেশী থাকে সময়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আবার সেটা উল্টো! সময়ের সাথে সেটা গাঢ় হয়...সবাই ভবিৎষত বা সংসারেরও স্বপ্ন দেখে.



প্রেম যারা করার ইচ্ছা পোষণ করছেন (সিরিয়াসলি...টাইম পাস কিংবা শারিরীক বিষয়গুলোর জন্য নয়)...কিছু হিতোপদেশ..



১. কনফার্ম হোন ছেলে-মেয়ে দু'জনই একই ধর্মের

২. সমসাময়িক ব্যাচের মেয়ে হলে প্রেম এভয়েড করুন (বিয়ের পর চাকরি, ইগো, সন্তান ইত্যাদি সমস্যা তৈরি হয়)

৩. ছেলে-মেয়ে ভাই-বোনদের লিস্টিতে কত নম্বরে এবং তাদের বৈবাহিক অবস্হা জেনে নিন (উদহারণ: ছেলে ৩ ভাইদের মধ্যে ছোট আর মেয়ে ২ বোনের মধ্যে বড়; পাশ করার পর মেয়ের বিয়ের হুড়োহুড়ি শুরু হবে কিন্তু ছেলের বড় ভাইদের বিয়ে না হয়ে থাকলে লাগলো গ্যান্জাম)

৪. খুবই গুরুত্বপূর্ণ নিজের অর্থনৈতিক-সামাজিক অবস্হানের বাইরে প্রেম করতে যাবেন না (মধ্যবিত্ত ছেলে-উচ্চ মধ্যবিত্ত মেয়ে)...বিয়ের পরে জীবন শেষ

৫. নিজের এলাকার ছেলে-মেয়ে দেখে প্রেম করুন (সামাজিকতার অনেক জটিলতা তৈরি হয়)

৬. ছেলে বা মেয়ে, নিজের বোনদের সাথে পরিচয় করিয়ে দিন, সংসারে বোনরা একটা বড় ডিসিশন মেকিং পারসন, বিয়ের আগে ও পরে

৭. প্রেমের আবেগের রাশে বাস্তবতা ভুলে যাবেন না, পরে পস্তাতে হবে

৮. যদি সম্পর্কের ব্যাপারে মনে কোন কিন্তু থাকে কখনও শারিরীক কোন ব্যাপারে যাবেন না (মেয়েরা বিশেষ ভাবে যত্নবান হোন, মোবাইল-হিডেন ক্যামের ব্যাপারে সচেতন থাকুন)

৯. বিয়ের পরের লাইফ নিয়ে আলাপ করুন, আপনার নিজের এবং পরিবারের (ছেলেদের বিশেষ করে) সব লিমিটেশন, সিচুয়েশন, সদস্যদের মানসিকতা ইত্যাদি খোলামেলা আলাপ করুন। জটিলতা বিয়ের পর তৈরি হবার চেয়ে ইনিশিয়াল স্টেজে প্রেম ভেঙ্গে যাওয়া ভালো



এ ধরনের আরও অসংখ্য ও সুন্দর সুন্দর সব পোস্ট দেখতে এখান থেকে একবার ঘুরে আসতে পারেন

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

রোদের ক্রোধ বলেছেন: ছেলে-মেয়ে দু'জনই একই ধর্মের - এইটা সেকেলে ধারনা । যারা সত্যি প্রেম করে , তাদের কাছে এই ব্যাপারটা নস্যি । আসলে এরকম কিছু কেস দেখেছি , তাই বললাম । অভিভাবক রা যতই বাড়াবাড়ি করুক । ছেলে মেয়ে ঠিক থাকলে সব ঠিক ।
তাই , যেই ধর্মের হোক না কেন , সত্যি ভালোবাসা থাকলে জোরসে দৌড় দেন প্রেমের ময়দানে । বাধা আসলেও আটকে থাকবেন না , আশা করি ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

শাহজাহান মুনির বলেছেন: . সমসাময়িক ব্যাচের মেয়ে হলে প্রেম এভয়েড করুন (বিয়ের পর চাকরি, ইগো, সন্তান ইত্যাদি সমস্যা তৈরি হয়)


এভয়েড করতে পারব না।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

ৃত বলেছেন: আমার তো ধনীর আদরের দুলালিই লাগবে............বাকি জীবন টা না হয় সুখেই কাটবে.....................।।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

ৃত বলেছেন: আমার তো ধনীর আদরের দুলালিই লাগবে............বাকি জীবন টা না হয় সুখেই কাটবে.....................।। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

ৃত বলেছেন: আমার তো ধনীর আদরের দুলালিই লাগবে............বাকি জীবন টা না হয় সুখেই কাটবে.....................।। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

রামিজের ডিপফ্রিজ বলেছেন: আপনার ৬ নং পয়েন্টটা আমারও মত।

বাড়িতে বিপরীত লিঙ্গের কোন মানুষ থাকলে তার পারস্পেকটিভটা পাওয়া যায়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই মায়ের ধ্যানধারণা অনেকটা ব্যাকডেটেড থাকে, তখন বোন থাকলে সুবিধা হয়।

আর আমার যেটা ব্যক্তিগত ধারণা, চরমপন্থী মানুষজনের বোনের সংখ্যা গড়ে সাধারণ লোকের চেয়ে কম হয়।

আফশোস একটাই, আমার বোন নাই এবং আমি এখনও সিঙ্গল।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

হাঁসি মুখ বলেছেন: শারিরীক কোন ব্যাপারে যাবেন না (মেয়েরা বিশেষ ভাবে যত্নবান হোন, মোবাইল-হিডেন ক্যামের ব্যাপারে সচেতন থাকুন) ;) ;) ;)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ১০০ ভাগ হাছা কথা। +++++++++++++++++++

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ব্যর্থ মানুষ বলেছেন: গত বছর যদি এই পোষ্টখানা দিতেন, তাহলে কত ভাল হত। তাহলে আর সম-বয়সীর প্রেমে পগতাম না।

সম বয়সীর প্রেমে পড়েছি। সেই সমবয়ীর বাড়িও আমার বাড়ী থেকে ৫০০ কিলো দুরে, মাঝে কত নদী-নালা।

চেষ্টা করছি সে পথ থেকে ফেরার। কিন্তু পারছি না। নিচের লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।
প্রেম নামক ঝামেলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.