![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
শুকনো কাঠ চেনো?
দেখতো আমাকে সস্তা কাঠের মতো নিঃস্ব দেখায় কিনা!
সময়ের ঘুনপোকা এ পরগাছা জীবনটাকে
একনায়কতান্ত্রিক সাম্রাজ্য বানিয়ে রাজত্ব করছে জন্মাবধি
নস্যি কীটগুলো আমার নিয়তির সঙ্গে খেলা করে
কী যে সুখ পায় জানিনা।
বিশ্বাস করো তোমার জন্য, শুধু তোমার জন্য
আমার চিতা ত্যাজ্য হেলাফেলার দেহটা
বোধশূণ্য রিক্তাতায় ভরপুর অন্যরকম।
ভাবতেই অবাক লাগে এখনো তোমার জন্য
নিরানন্দ ও অশ্রুর মহাকাব্য জব্বর গান করে
নিশি জাগা মিথ্যে খেয়ালে।
আমি রাতের পর রাত অশ্রু ভেজা বালিশটাকে
সেই সব ঝরা দিনের সাক্ষী মেনেছি।
যদি আদালতে যাই দেখতে পাবে
আমার চোখের দিগন্ত ফেটে উৎগিরীত হচ্ছে
অনবরত অন্ধকারের নাগড়া জলবিম্ব।
সারা শরীরে দারুন শৈল ব্যথা, ভারী হয়ে আছে বুক।
না, ডাক্তার দেখাতে সাহস হয়না
তিনি যদি আমার শখের কষ্ট জীবাণুগুলোকে
শক্ত এ্যান্টিবায়োটিকে নির্লিপ্ত করে দেন
তাহলে ভীষণ কষ্ট পাবো।
ওদের ছাড়া আমি আর কি নিয়ে বাঁচবো বলো?
যেদিন বুঝলাম ভালোবাসা ঘাম হয়ে চিরতরে
তোমার হৃদয় থেকে ঝরে গেছে
আর আমার জন্য সাগ্রহে অপেক্ষা করছে
কষ্টের সাক্ষাৎ জাহান্নাম, মা-বাবা, ঘর-গেরস্থালীর
সব পাটই সেদিন চুকিয়ে দিয়েছি।
এসব তোমার জানা কথা।
আমার ঘরের পাশের যে বৃক্ষটা রোজ বিধান লঙ্ঘন করে
আমাকে ভালোবাসা যুক্ত মসৃণ ছায়া ধার দেয়
বস্তুতঃ আমি বরাবর দয়াময়ী ঐ বৃক্ষের কাছে ঋণী
এবং আরো ভীষণভাবে তোমার কাছে ঋণী
আমাকে প্রকৃত যত্নে কষ্ট দেয়ার জন্য।
©somewhere in net ltd.