![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
ক্রেতা পেলে আকাশটাকে বেচে দিবো নাম মাত্র দামে, মাত্র এক রেললতা ফুলের সমমূল্যে।
তুমি বললে নীলামে চড়াবো ছেলেবেলার পাঠ্য নিকেতন, শচীন টেন্ডুলকারের টেস্ট রেকর্ড,
স্মৃতিময় সাগরের আকর্ষণ আগেই বাদামের খোসার মতো ফেলে এসেছি রবীন্দ্র সরোবরে।
তোমার ঠোঁটের কোনে হেলে পরা বৈকালিক গোলাপ গাছটাই কেবল থাকবে আমার
পারলে একে পরজীবীর মর্যাদা দিয়ো, নইলে তুলে দিয়ো বেহুলা লখিন্দরের ভাসানে।
আমার অঞ্জলি ভরা রোদের বিচালি, সেতো কবে উড়ে গেছে কাল বোশেখের তোড়ে।
কোন এক সুবহে সাদিকে এক অনাহারি আগুন্তক বাদুর আমার লাজ-লজ্জা, হায়া শরম
ভুলে খেজুর রস ভেবে পান করে চলে গেছে। এখন আমি দেহহীন আত্মার মতো নিঃস্ব ছায়া।
আমাকে দেউলিয়া ঘোষণা করুক কেন্দ্রীয় ব্যাংক এ তুমি চাওনা বলেই রক্ষা, এখনো টিকে আছি।
তোমার কাছে গচ্ছিত পকেট সাইজের সংবিধানে মুদ্রিত আমার একমাত্র সার্বভৌমত্ব,
সবুজ জামরুল পাতার লাশ, আমার প্রেম, আমার মৃত্যু, কবিতার ডায়রী ছাড়া
আর কিছু অবশিষ্ট নেই। এসব ফিরে নিতেও চাইনা।
মিথ্যে প্রতিযোগিতায় শিশু শিক্ষার অমূল্য বাণী লন্ডন ব্রীজ হতে আমি খুব অসহায়
ভাবে ফেলে দিয়েছি টেমস নদীর জলে, এতোদিন ওসবের নির্ঘাত সলীল সমাধি হয়েছে।
ছোট বেলার সেই যত্নে রাখা শ্লেট, ভাংগা চকের টুকরা, রং পেন্সিলে আঁকা স্বপ্নের রংধনু
সবার অগোচরে সেন্ট মার্টিনের কেয়া বনে গোপন পাপের মতো দাফন করেছি, কেউ জানেনি।
এখন আমার হাতে আছে কেবল মূল্যহীন আকাশ, উপযুক্ত মূল্য পেলে তাও ছেড়ে দিবো।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২
খেলাঘর বলেছেন:
বাতাসটা এমনভাবে বিক্রয় করবেন যেন, অক্সিজেনটা আমার জন্য থাকে।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩০
বাগান বিলাস বলেছেন: এলাহী ভরসা
প্রিয় খেলাঘর,
আমার শ্রদ্ধা ও সালাম লইবেন। পরসমচার এইযে,আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আপনিও সহি সালামতে রহিয়াছেন।আপনি হয়তো জানিয়াছেন আকাশ বিক্রির একখানা বিজ্ঞপ্তি দিয়াছি। তবে অক্সিজেনসহ বাতাস আপনার জন্য বরাদ্দ রাখিয়াছি। কোন চিন্তা করিবেন না। স্বাস্থ্যের প্রতি যত্ন লইবেন।
ইতি,
বাগান বিলাস
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩
ওমর আলী আনন বলেছেন: আমি কিনে নিব আপনার আকাশ কিন্তু শর্ত আছে, শরতের সাদা মেঘ থাকতে হবে সবসময়
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রইলো জনাব ওমর আলী আনন। শরতের সাদা মেঘ... আচ্ছা তাই সই। কাশ বাগান টাও আপনার জন্য ফ্রি...। শুছেচ্ছা। ভালো থাকবেন।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৩
জুপিটার মুহাইমিন বলেছেন: "ক্রেতা পেলে আকাশটাকে বেচে দিবো নাম মাত্র দামে, মাত্র এক রেললতা ফুলের সমমূল্যে"
ভাল লেগেছে।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১
বাগান বিলাস বলেছেন: আপনার ভালো লাগাকে স্বাগতম। শুভেচ্ছা।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৮
bappyalmamun বলেছেন: স্মৃতিময় সাগরের আকর্ষণ আগেই বাদামের খোসার মতো ফেলে এসেছি রবীন্দ্র সরোবরে।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
বাগান বিলাস বলেছেন: সত্যিই বলছি, ওখানে খুঁজে দেখুন...
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
তাহের অন্তরা বলেছেন: খুব সুন্দর
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রইলো তাহের অন্তরা।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন আমার হাতে আছে কেবল মূল্যহীন আকাশ, উপযুক্ত মূল্য পেলে তাও ছেড়ে দিবো।
কারো কাছে যা মূল্যহীন কারো কাছে তা অমূল্য।
আকাশকে সম্বল করেই বেঁচে থাকা।
তাই আকাশটা আমার বড় প্রয়োজন।
কিছু ডিস্কাউন্ট হবে কি?
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
বাগান বিলাস বলেছেন: /তাই আকাশটা আমার বড় প্রয়োজন।/
সত্যিই বড় চিন্তায় ফেললেন। আমার কাছে প্রয়োজনটাই বড়। দাম নিয়ে ভাববেন না। শুভেচ্ছা রইলো রাজপুত্র।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর সুন্দর, খুব ভাল লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
বাগান বিলাস বলেছেন: অনেক ভালো লাগা রইলো আপনার প্রতি।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
এনামুল রেজা বলেছেন: বাহ!
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
বাগান বিলাস বলেছেন: শুভেচ্ছা।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ভালো লাগার দামে কিনে নিলাম তোমার আকাশ টা.....
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
বাগান বিলাস বলেছেন: এখন আমি দেহহীন আত্মার মতো নিঃস্ব ছায়া। ভালো থাকুন।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
বদিউজ্জামান মিলন বলেছেন: সুন্দর লিখেছেন বাগানবিলাস। আপনার কবিতা লেখার হাত চমৎকার। চালিয়ে যান..
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০
বাগান বিলাস বলেছেন: প্রেরণা ও উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আপনার প্রতি জনাব বদিউজ্জামান মিলন ।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
বৃতি বলেছেন: বাহ, চমৎকার !
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২১
বাগান বিলাস বলেছেন: অনেক ভালো লাগা রইলো আপনার প্রতি।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
আমার আকাশ আপনি কিভাবে বিক্রয় করছেন?
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
বাগান বিলাস বলেছেন: শুভেচ্ছা। জোর যার মুল্লুক তার। হে হে হে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৬
খেলাঘর বলেছেন:
বাতাসটা এমনভাবে বিক্রয় করবেন যেন, অক্সিজেনটা আমার জন্য থাকে।