![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
শখ হলে নীলে ডুবে মারা যাবো।
নীল অপরাজিতা ও ময়ূরকন্ঠী নীল যতোটা নীল
তারচে’ বেশী মাত্রায় লীন হবো তোমার ভালোবাসার নীলে
জাগতিক সব দুঃখ কে ম্যাজিকের মন্ত্রে নীল করে দিবো নিমিষে।
প্রাচীন নীল চাষীদের মস্তো কড়াইয়ে চাপাবো যাবতীয় নীল রৌদ্দুর
জাপানীজ ম্যাগলেভ ট্রেনের ক্ষিপ্রতায় ঘোড়া দাবড়িয়ে
সিম ফুলের আসকান থেকে তুলে নিবো অমরাবতীর নীল।
তারপর শখ হলে তোমার হাত ধরে ডুবে মারা যাবো নীলে।
আমি সত্যিই অপেক্ষায় আছি নাম না জানা এক পথ ফুলের
যার চোখের রং পালিশে খেলবে নীলাম্বরীর গভীরতম নীল ।
তাকে পেলে গীনিচ বুকে মুদ্রিত নীলকমলে সাজাবো সাহারার প্রান্তর
তারপর শখ হলে সে ফুল তোমার খোঁপায় গুজে মারা যাবো নীলে।
শুনে রাখ, এই আমিই এক দিন দাতব্য সংস্থার ব্যানারে
বিলাবো কষ্টের উপদ্রুত নীল। সেদিন র্যাডিসনে পানের আসরে
ধীর লয়ে বাজবে উজান গাংয়ের ভেসে আসা ভাটিয়ালির অন্তরা
আলোচনায় থাকবে তিস্তা পাড়ের বিরহ কাতর স্ত্রীর নীল দীর্ঘশ্বাস।
সেদিন মউল ফুলের সকাল থেকে বেছে নেয়া আকাশ
এবং সাগরের নীলে আত্মাহুতি দিবে তিন বিলিয়ন প্রজাপতি।
সেদিন আমিও নাটাই ছেঁড়া ঘুরির মতো উড়বো তোমার দৃষ্টির সৈকতে।
শখ হলে আমিও বালি হাঁসের ডানার মতো ডুবে মারা যাবো নীলে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ রইলো শাহরীয়ার সুজন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯
নিলু বলেছেন: ভালো , লিখে যান
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কাব্যময়তা ভালো লেগেছে।
উপমাগুলো সুন্দর ছিল।
বাক্যগুলো আলাদা করে অসাধারণ কিন্তু একত্রে কেন জানি এলোমেলো মনে হল।
আমার ভুল কিনা বুঝছি না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। কৃতজ্ঞতা জানাই দ্বিতীয়বার চিন্তার সুযোগ দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
শাহরীয়ার সুজন বলেছেন: ভালো লাগলো,লাইক দিলাম।