নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুদন্ড

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

মাননীয় আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে ক্ষুদিরাম লজ্জিত হবে। মিছে হবে খ্রিস্টিয় উনিশ্য আট সাল।

মহানুভব আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে হেমলক দ্রোহের তাপে বাষ্পীভূত হবে
আমাকে মৃত্যুদন্ড দিলে সক্রেটিস বাসি রুটির মতো কাকের আহারে পরিণত হবে
আমাকে মৃত্যুদন্ড দিলে লীন হবে মিশরীয় সভ্যতার শিখন্ডী গর্বিত পিরামিড।
আমাকে মৃত্যুদন্ড দিলে জুলিয়াস সীজারের ছুরিবিদ্ধ মরদেহের সামনে
অকৃতজ্ঞ ব্রুটাস ও এন্টনির বাহাস ডুবে যাবে টাইবার নদীর জলে,
আমাকে মৃত্যুদন্ড দিলে রোমান ইতিহাস আমার সাথে সহমরণে যাবে।

হুজুর আদালত
আমি যতটা নই ততো বড় ভেবে পুরস্কৃত করলে আমি হবো অভিশপ্ত।
আমার উত্তর পুরষরা জানবে আমি মৃত্যুর বিনিময় মিথ্যাচার করেছি সময়ের সাথে
এ পাপ, এ গ্লানি, এ লজ্জা থেকে আমাকে মুক্তি দিন! দয়া করুন।

ন্যায়বান আদালত
আমাকে মৃত্যুদন্ড দিলে ধর্ষিতা রেহানে জাবারি মানবতার পুঁথি থেকে
মুখ ফিরাবে চিরতরে; ক্রোধে হাইড পার্কে জ্বলবে জাহান্নামের আগুন ।
আমাকে মৃত্যুদন্ড দিলে লজ্জায় বিষ্ফোরিত হবে ফুকোশিমার তেজস্ক্রিয় চিমনি
আমাকে মৃত্যুদন্ড দিলে মিথ্যার নির্দয় দহনে আমি সত্যি মরে যাবো মরমে।

মহামান্য আদালত
আমি নগন্য কৃষক, কোন মহান বিপ্লবী নই।
আমি কেবল চেয়েছিলাম মাঠ জুড়ে আমার সবুজ ফসলেরা বেঁচে থাকুক,
হিংসা ক্ষুধামুক্ত হোক। আমার বাংলা, আমার সন্তানেরা বেঁচে থাকুক, পারিনি।
রক্ত পতাকায় ওদের সমাহিত করেছি।

মহাময় আদালত
আদেশ দিন, অতি সাধারণ বিকালের রোদের মতো আমি বরং আত্নহত্যা করি।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


না, আত্মহত্যা করতে দেয়ার মত আইন নেই, বাসে তুলে দেয়া হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

বাগান বিলাস বলেছেন: আপত্তি নেই। শুধু কথা দিতে হবে সে বাসে কেউ আগুন ‍দিবে না।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন।
+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। আপনার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

সোজা কথা বলেছেন: ভাল লাগলো। আদালতকে সম্বোধন বেশ মজার ছিল!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

বাগান বিলাস বলেছেন: ভালো থাকুন। সোজা কথার জন্য সোজা কথা কে অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: দারুন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপনার জন্য।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: খুব ভালো হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ আপনার জন্য। ভালো থাকুন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

এনামুল রেজা বলেছেন: মুগ্ধতা। এটুকুই জানাতে পারছি।

শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

বাগান বিলাস বলেছেন: আপনার প্রতি রইলো অনেক ভালোলাগা।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৯

আহসানের ব্লগ বলেছেন: ভাল ছিল +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ জনাব আহসান।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা দারুণ হয়েছে। উপমাগুলো বেশ সুন্দর দিয়েছেন। মেসেজটাও চমৎকার। তবে বেশ কিছু বানান ছুটে গিয়েছে। সে দিকেও একটু খেয়াল দেয়ার দরকার ছিল মন হয়। কবিতায় বানান ভুল থাকলে ভিন্ন অর্থ এসে ভর করার সম্ভবনা থাকে। তখন পাঠক যদি বিভ্রান্ত হয়, দায়টা লেখকের উপরই বর্তায়। আশা করবো নিজেই বানানগুলো শুধরে নিতে পারবেন। অনেক ধন্যবাদ বাগান বিলাস। নিরন্তর শুভ কামনা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

বাগান বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো বিদ্রোহী বাঙালি । আপনার গঠণমূলক পর্যবেক্ষণ আমাকে উৎসাহ যোগাবে, লেখায় সতর্ক করবে। ভবিষ্যতে আপনার মন্তব্যের প্রত্যাশা রইলো।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯

প্রেতরাজ বলেছেন: সুন্দর।উপমাগুলো বেশ তাৎপর্য বহুল।
ভাল লাগা রইল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

বাগান বিলাস বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা রইলো।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতায় মুগ্ধপাঠ!!!


শুভকামনা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রইলো অনেক।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

নিয়ন আলোয় বাউল বলেছেন: সুন্দর

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

বাগান বিলাস বলেছেন: অনেক ভালো লাগা রইলো আপনার প্রতি।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ সুমন কর আপনার অনুভূতি প্রকাশের জন্য।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

বৃতি বলেছেন: বেশ ভাল লাগলো :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ বৃতি।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯

ভালোবাসার বৃন্দাবন বলেছেন: এক নিমিষেই পড়ে শেষ করলাম। চমৎকার ভাষা শৈলী, শব্দ প্রয়োগে অসাধারণ পান্ডিত্য এবং সিমিলী, মেটাফোর-এর উপযুক্ত ব্যবহার কবিতাটি কে ভিন্ন মাত্রা দিয়েছে।

এগিয়ে যান।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ ভালোবাসার বৃন্দাবন। আপনার প্রাজ্ঞতা সমৃদ্ধ যে কোনো সমালোচনা ও আলোচনা আমাকে সমানভাবে অনুপ্রানিত করবে।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

মেশকাত মাহমুদ বলেছেন: শুভকামনা রইল নতুন কিছু সৃষ্টির প্রত্যাশায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ রইলো। আমার সাধ্যের মধ্যে চেষ্টা থাকবে। আপনার মন্তব্য আমাকে প্রেরণা যোগাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.