![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
আয় জোনাকি আয়।
এই ছোকড়া তোরা কি ওদিক থেকে এলি
দেখেছিস কি আমাদের জোনাকি কে?
ঠিক ঠাক চিনিস তো তুই ওকে
ওই যে রোগা, পাতলা, চিমচিমে কালো,
প্রজাপতির সাথে পোস্টার লাগাতো দেয়ালে দেয়ালে
রাতভর হাড়িয়া টানতো আর ভ্যাঁট ফুলের
দরবারে মাতাল হয়ে পড়ে থাকাতো।
আমাদের জোনাকি চাঁদের সাথে পাল্লা দিয়ে
ধান ক্ষেতে জ্বালাতো আলোর মশাল
কৃষাণীর নাক ফুলে তুলে দিতো মুক্তার আভা।
ও কৃষাণী, ও ধান ফুল দেখেছিস কি তোরা ?
সাঁঝের বাতাস জানিস কি তুই জোনাকির কোনো খবর?
আয় জোনাকি আয়।
তুই এলে এ নাদাপেটার হবে নবান্ন
পাড়ায় কোরবানী হবে জোড়া পশু।
জোনাকি হারানোর খবরে ওদিকে উদগ্রীব প্রেসক্লাব
গণ জমায়েত শুরু হয়েছে পল্টনে
আর পাড়া মহল্লায় চলছে মাতম।
ও কাঠঠোকরা তোর কি জানা-শোনা আছে ?
হালে দেখা হয়েছে কাঁঠালচাপা তোর সাথে ?
অজিন, তুই ?
না না না
আমরা জোনাকি দেখিনি
আমরা আলো দেখিনি
আমরা স্বপ্ন ভুলিনি
আমরা সকলে আজ পল্টনমুখি।
শুনেছি ওখানে আজ আলো জ্বলবে
হারানো জোনাকি পাঠ করবে ভগবানের মহাকাব্য।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪
বাগান বিলাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ