![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
আমার কাছে
আমার মতো থাকতে
পারার নামই স্বাধীনতা।
আমার কাছে
না-ঘুমিয়ে রাত কাটানোর
স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা।
আমার কাছে
ঈশ্বর শূন্য অজ্ঞাত চোরাবালিতে
ডুবে যাওয়ার নামই স্বাধীনতা।
আমার কাছে
চাঁদকে খুন করে ফেরারি হতে
পারার স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা।
(কাব্যগ্রন্থ: দুয়ারে উদ্বাস্তু ঘাতক)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।