![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
-কেন যুদ্ধ করি?
-সুখের জন্য।
-সুখ কী এতই অধরা যে
তাকে রক্তের বদলে পেতে হয়?
-না, সুখ বুঝা কঠিন।
তবে রক্ত বুঝা সহজ
এবং এর দ্বিতীয় কোনো রং নেই।
তাই রক্তকেই
বেছে নেই,
যুদ্ধ করি।
রক্ত ক্ষরণেই
সুখ বুঝা সহজ হয়।
রক্ত ঝরলেই
সুখ জেতা সহজ হয়ে যায়।
.
ছবি কৃতজ্ঞতা: সুধীরঞ্জন ভূষণ
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
বাগান বিলাস বলেছেন: যথার্থ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর পোস্ট দিলেন!!
জীবন যতক্ষণ যুদ্ধ ততক্ষণ, তার আর অত ভেবে লাভ কি?
কবিতা ভাল হয়েছে।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
বাগান বিলাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল। আমার অনুপস্থিতিও আপনার চোখে পড়েছে? আমি সত্যিই কৃতজ্ঞ আপনার কাছে।
যুদ্ধ করেই বাঁচি। এতেই আনন্দ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
নজসু বলেছেন:
রক্তক্ষরণ আর যুদ্ধে প্রকৃত সুখ আর শান্তি পাওয়া যায়না।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
বাগান বিলাস বলেছেন: একমত আপনার সাথে। তবুও আমরা...
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
কালো_পালকের_কলম বলেছেন: দারুণ লিখেছেন
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: রক্তক্ষরণ করে কিংবা করিয়ে সুখ পাওয়া যায়না।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
বাগান বিলাস বলেছেন: চমৎকার বলেছেন।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: নির্বাচন কমিশন নির্বাচন না পেছানোর যুক্তির মধ্যে অন্যতম প্রধান একটি কারণ দেখিয়েছে জানুয়ারীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা।
কিন্তু হায়! সে যুক্তিতে পানি ঢেলে দিল ইজতেমা কমিঠি৷ একটু আগে ডিক্লার করেছে, নির্বাচনের কারণে এই বছর বিশ্ব ইজতেমা স্থগিত।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
শাহারিয়ার ইমন বলেছেন: একজন সুখী মানুষ সাদা কাকের মতোই দুর্লভ
- জুভেনাল