![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
পাতা
আমি তোমারই মতো।
বাতাসে হাঁসি, অমাবস্যায় কাঁদি।
আমি ঠিক তোমারই মতো
আমার সারাজীবন বিনিয়োগ করে
একটি পূর্ণিমার চাঁদের
অপেক্ষায় থাকি।
পাতা
আমার শরীর থেকে যখন
সব পাপ ধুয়ে মুছে আমাকে
মোমের মতো পবিত্র করে
রাজদরবারের মোমদানিতে
সাজিয়ে রাখা হয়
তখন আমার মনে পড়ে
আমার সময় হয়ে গেছে
আমার দেহ থেকে আমার
ঝরে পড়ার।
পাতা
ভালোবাসা নিয়ে আমার বিশ্বাসগুলো
এতো ঠুনকো ছিল না।
তবুও তারা একে একে
উইন্ডশিল্ডের গায়ে লেগে থাকা
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়েছে।
ঠিক তোমার শরীর থেকে
যেমন ঝরে পড়েছে তোমার
যৌবনের বিশ্বস্ত পূর্বাহ্ন ও অপরাহ্ন।
পাতা
আমার বিবর্তনের লেখচিত্রগুলো
তোমারই মতোই খুব বর্ণিল।
আমার শৈশব-কৈশোর-যৌবন
যেন ঠাঁই খুঁজে বেড়ানো এক অখণ্ড নদীর
অপৃথক প্রবাহমান স্রোত।
সত্যিই আমার পরিণতির সাথে
তোমার গন্তব্যের অদ্ভুত মিল আছে।
পাতা
আমাদের সারাটা জীবন আসলে
প্রশ্নবোধক এক চিহ্নের মতো।
পাতা
আমাদের সারাটা জীবন আসলে
খুঁজে না পাওয়া খুব দরকারি
এক ঠিকানার মতো।
কাব্যগ্রন্থ: চিলেঘুড়ির অষ্টপ্রহর
[yt|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১০
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশের জন্য।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। বেশ ভালো লাগলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভালো।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা রইল।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৩
কানিজ রিনা বলেছেন: কবিতা আবৃতি বেশ সুন্দর। ধন্যবাদ।
১৪ ই মে, ২০২০ দুপুর ২:১৮
বাগান বিলাস বলেছেন: আবৃত্তিকারকে আপনার ধন্যবাদ পৌঁছে দিলাম। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: খুব ভালো লাগলো।