![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
তোমার কথা মনে পড়লেই
আমি স্মৃতির আয়নার পদানুবর্তী হই।
তোমার মুখোমুখি হলেই সর্ব সত্তায়
আমার শিল্পী হওয়ার সাধ জাগে।
.
তোমার কথা মনে পড়লেই
উত্তরের দেওয়ালটাকে ক্যানভাস
বানিয়ে শিক্ষানবিস শিল্পীর মতো
শরীরে গায়েবী এপ্রোন জড়াই।
এরপর আমি নিপুণ শিল্পীর মতো
তোমার পোট্রেট আঁকতে থাকি-
এক পড়ন্ত বিকেলে শরৎ মেঘে
আচ্ছাদিত পাহাড়ের উপত্যকা ধরে
তুমি হাঁটছ। খোঁপায় বুনো ফুল।
তোমার দুধে আলতা নগ্ন পায়ে
হোয়াইট গোল্ডের চিকণ নূপুর।
তুমি এমন পলায়নপরভাবে হাঁটছ
যেন এক কামতাড়িত উগ্রপন্থী পাহাড়
অধৈর্য হয়ে তোমার পিছু নিয়েছে।
আর নকিবদার বাতাসকে অগ্রাহ্য
করে লুটেরা মেঘ তোমার এলোচুলে
লুটোপুটি খাচ্ছে।
.
তোমার কথা মনে হলেই কল্পনার
দেওয়ালে আঁকা তোমার শতসহস্র
প্রস্থানচিত্রে আমার স্টুডিও পূর্ণ হয়।
যদিও অস্তগামী সূর্যের বিপরীতে
আমার দীর্ঘকায় ছায়া বহুবার আমাকে
মনে করিয়ে দিয়েছে-
তোমার সাথে আমার বিচ্ছেদের বয়স
ক্রমশ বেড়েই চলেছে।
২৬ শে জুন, ২০২০ রাত ১১:১৭
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
২| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৬ শে জুন, ২০২০ রাত ১১:৪৪
বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা আপনাকে। শুভকামনা আপনার জন্য।
৩| ২৭ শে জুন, ২০২০ রাত ১:২০
নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর কথা
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৯
বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা। ভালো থাকুন। নিরাপদ থাকুন।
৪| ২৭ শে জুন, ২০২০ ভোর ৬:১৯
ইসিয়াক বলেছেন:
মনোমুগ্ধকর।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৫০
বাগান বিলাস বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন। শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । কিছু টাইপো আছে ।