![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।
ব্যালকনিতে একাকী বসে চা খাচ্ছিলাম।
গ্রিলে লতানো নীল অপরাজিতা আমাকে
পড়ন্ত বিকালে একা পেয়ে চটুল প্রেমিকার
মতো জিজ্ঞেস করল-আচ্ছা বলুন তো,
আকাশ এত নীল কেন?
আমি জবাব দিলাম, নীলের তরঙ্গদৈর্ঘ্য
কম, তাই নীলের বিক্ষেপনও বেশি।
হেমন্তের মৃদু বাতাসে সে প্রজাপতির পাখার
মতো ওপর-নিচ চোখ নাচিয়ে বলল,
আপনি কবি, নাকি আলোক বিজ্ঞানী?
আমার মন ভুলাতে চান, তাই না?
তার কথা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম।
তারপর পূবালী হাওয়ায় নীল অপরাজিতা
আমার দিকে হাত প্রসারিত করে বলল-
আসলে নীলের ভালোবাসার গভীরতা
কম, তাই প্রকাশ বেশি।
যেমন ধরুন, আমি। আজ দিন ফুরানোর
আগেই আমি ফুরিয়ে যাব।
২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২
বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা রইল। ভালো থাকুন।
২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৩
মাস্টারদা বলেছেন: ভাবটা ভালোই
২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৪
বাগান বিলাস বলেছেন: ধন্যবাদ জানবেন মাস্টারদা। শুভকামনা রইল।
৩| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫২
বাগান বিলাস বলেছেন: কৃতজ্ঞতা ও শুভকামনা রইল।
৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৪
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর l
২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৩
বাগান বিলাস বলেছেন: অনুপ্রাণিত হলাম। শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৯
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা ও 'অপরাজিতা ফুল'।
লাইক ও কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জানাচ্ছি।