নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈকন্ঠ

বৈকন্ঠ › বিস্তারিত পোস্টঃ

বোমা হামলায় আফগানিস্তানে ৬ আমেরিকান নিহত: নাজুক অবস্হা কারজাই সরকারের....

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের অন্তত ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তিনজন আমেরিকান সৈন্য রয়েছে।



আর দুজন সাধারণ নাগরিক, যাদের একজন ন্যাটো বাহিনীর পরিচারক ও অপরজন চিকিৎসক হিসেবে কাজ করতেন। খবর বিবিসি’র। তবে রয়টার্স খবর দিয়েছে, নিহতদের মধ্যে এক মার্কিন তরুণী কূটনীতিক রয়েছেন।



ইসাফ জানিয়েছে, সৈন্যরা একটি আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করা একটি কার গাড়ি থেকে বোমা নিষ্ক্রিয় করার সময় শনিবার সেটির বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে।



এছাড়া দেশটির পূর্বাঞ্চলের পৃথক হামলায় অপর একজন আমেরিকার সাধারণ নাগরিক নিহত হয়েছেন।



ন্যাটো আফগানিস্তানের নিজস্ব বাহিনীর হাতে দেশটির নিরাপত্তা হস্তান্তর করছে। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি প্রদেশের নিরাপত্তা আফগান বাহিনীর হাতে তুলে দিয়েছে। তবে এক লাখের মতো সৈন্য দেশটিতে ইসাফের অধীনে রয়েছে, যারা ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে।



নিজস্ব ব্যবস্থায় দেশটির নিরাপত্তা নিতে আফগান সৈন্যদের আরও কি পরিমাণ প্রশিক্ষণ দরকার, তার মূল্যায়নে আসা শীর্ষ মার্কিন জেনারেল এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মার্টিন ডেম্পসির সফরকালে এই হামলার ঘটনা ঘটলে।



হামলার পরপরই তালেবানরা এর দায় স্বীকার করেছে। তবে তাদের দাবি, এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।



মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ওই কূটনীতিক এবং অন্য আমেরিকানরা জাবুল প্রদেশে একটি গাড়িতে করে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে মার্কিনিরা ছাড়াও আফগান প্রতিরক্ষা বিভাগে কর্মরত একজন আফগান নাগরিকও রয়েছেন।



ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিহত নারী কূটনীতিকের নাম অ্যানি স্মেডিংহফ (২৫)। গত মাসে আফগানিস্তান সফরের সময় তিনি জন কেরির গাইড এবং সহকারী হিসেবে কাজ করেছেন।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.