নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈকন্ঠ

বৈকন্ঠ › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে খুন হলেন বাংলাদেশি তরুণ

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

লন্ডনে খুন হলেন বাংলাদেশি তরুণ

:: দুরদেশ ডেস্ক ::

দাঙ্গাবাজদের ছুরিকাঘাতে লন্ডনে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টায় ইস্ট লন্ডনের পপলারে এ ঘটনা ঘটে। নিহতের নাম আজমল, বয়স ১৬ বছর।



বিবিসি, গার্ডিয়ান,হাফিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে আজমলকে মেধাবী শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।



বিবিসি পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, বেড়ানোর সময় রাত সাড়ে ৯টার দিকে পপলারের স্পে স্ট্রিটে একদল দাঙ্গাবাজের হামলার মুখে পড়েন আজমলসহ কয়েকজন বাংলাদেশি। এসময় ছুরিকাঘাত করা হয় আজমলসহ আরেক তরুণকে। তাদের দুজনকে হাসপাতালে নেয়ার পর আজমলের মৃত্যু হয়। অন্য তরুণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



লন্ডন পুলিশ জানিয়েছে কোন ধরনের উস্কানি ছাড়াই আজমলদের ওপর হামলা করে দাঙ্গাবাজরা। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কর্মকর্তা অ্যান্ডি ক্লেমার্স বলেন, আজমলরা চার বন্ধু ঘুরছিলেন। ওই সময় পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতি তাদের ওপর হামলা চালায়, যাদের মাথায় কাপড় বাঁধা ছিল।



এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক যুবককে পুলিশ আটক করেছে বলে বিবিসি জানিয়েছে।



আজমল পড়তেন ল্যাংডন পার্ক স্কুলে। টেভয়েট এস্টেটে তার বাবা, মা দুই ভাই ও এক বোনের সাথে থাকতেন তিনি।জিসিএসই ফল প্রার্থী ছিলেন আজমল। পড়াশোনার পাশাপাশি বক্সিংয়ে বেশ পারদর্শী ছিলেন। পরিবারের সদস্যরা আশা করছেন জিসিএসইর ফলাফলে আজমল অবশ্যই ‘এ+’ পাবেন। আজমলের বড় হয়ে চিকিৎসক হতে চাইতেন। সম্ভাবনাময় এ তরুণের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.