নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈকন্ঠ

বৈকন্ঠ › বিস্তারিত পোস্টঃ

আদালতে ফটো সাংবাদিকদের জুতা ছুড়ে মারলেন ডিবি কর্মকর্তা

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

প্রকাশিত: আগস্ট ১৮,২০১৩



শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : আদালতে কর্তব্যরত ফটো সাংবাদিকদের জুতা ছুড়ে মেরেছেন মেহেদি নামে এক গোয়েন্দা পুলিশ (ডিবি)।



জুতার আঘাতে একটি বেসরকারি চ্যানেলের একজন ভিডিও ক্যামেরাম্যান আহত হয়েছেন।



রোববার দুপুর সোয়া ২টায় পুলিশ দম্পত্তি হত্যা মামলায় ঐশীকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে এই ন্যক্কারজনক কা- ঘটায় ডিবি কর্মকর্তা মেহেদি।



প্রত্যক্ষদর্শী ফটো সাংবাদিকরা শীর্ষ নিউজকে জানান, আদালতে ঐশীকে কালো কাপড়ে মুখ ঢেকে নিয়ে যায় ডিবি। ফটো সাংবাদিকরা এ সময় ঐশীর ছবি তুলতে মুখের কাপড় খোলার জন্য ডিবি কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন। এমন অনুরোধে ডিবি কর্মকর্তা মেহেদি ফটোসাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত ফটো সাংবাদিকরা প্রতিবাদ জানালে মেহেদি পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন। জুতার আঘাতে এটিএন বাংলা চ্যানেলের এক ভিডিও ক্যামেরাম্যান আহত হন।



এ প্রসঙ্গে জানতে চাইলে গোয়েন্দা পুলিশ মুখ খুলতে রাজি হননি।



শীর্ষ নিউজ ডটকম/শুভ/এইউ/এজে



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

হেডস্যার বলেছেন:
উচিত কাম হইছে। ;)

২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

আলাপচারী বলেছেন: একেবারে উচিৎ কাম করেছে পুলিশ। সাংবাদিক না এরা সাংঘাতিক। বিরক্তিকর। এটিকেট, শালীনতাবোধ এদের নাই-ই বলতে গেলে।

পড়াশুনায় থার্ডক্লাশ পাওয়া পোলাপান সাংবাদিক লাইনে যায়।

এদের কর্মকান্ড খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা আছে।

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

হেডস্যার বলেছেন:
@আলাপচারী...সত্যি কথা বলছেন। আমার ও এদেরকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে, থাকবে।

সাংবাদিক আর পুলিশের আচরন সন্ত্রাসীদের মত। কেউ কারো চাইতে কম বদমাশ না।

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

princejohn বলেছেন: হেডস্যার বলেছেন:
উচিত কাম হইছে। ;)

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ঢাকাবাসী বলেছেন: সাংবাদিকরা অন্যায় করছিলেন হয়ত, কিন্তু ঐ কুখ্যাত মেহেদী জুতা ছুড়ে মারল কোন সাহসে?

৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ফুরব বলেছেন: :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.