নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈকন্ঠ

বৈকন্ঠ › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমানকে কেন জামিন দেয়া হচ্ছে না?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

গ্রেপ্তারের পর দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কেন জামিন দেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টিভি ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল।



শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।



অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।



আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন দেশপ্রেম ও আত্ম-মর্যাদাবোধ ভুলে গিয়েছিলাম, তখন মাহমুদুর রহমান সে দেশপ্রেম জাগ্রত করেছিলেন। কিন্তু তাকে কারারুদ্ধ করা হয়েছে।’



‘এখন আর মাহমুদুর রহমানের মুক্তি চাওয়ার দরকার নেই। কারণ আর মাত্র কয়েক মাস পরে তিনি কারো দয়ায় নয়, বীরের বেশে মুক্তি পাবেন। তবে সে জন্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হতে হবে’ যোগ করেন তিনি।



আসিফ নজরুল বলেন, ‘মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা, কিন্তু তাকে কেন জামিন দেয়া হচ্ছে না? কেন তাকে বাইরে রেখে প্রকৃত বিচার হয় না? আসলে সরকার তার প্রকৃত বিচার চায় না। তবে জনগণ যেদিন বিচার করবে, সেদিন যারা তাকে বিনা বিচারে আটক করে রেখেছে তাদের দিকে থুথু ফেলবে।’



তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি। যারা গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে একদিন জনগণও তাদের কণ্ঠ চেপে ধরবে।’



বিশিষ্ট এই টিভি ব্যক্তিত্ব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই বিশেষ ক্ষমতা আইন প্রণয়ন করেছিল। এরপর করেছে তথ্য-প্রযুক্তি আইন। তথ্য-প্রযুক্তি আইন জঘন্য ও কুৎসিত।’



এ আইনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ক্ষমতায় আসলে আইনটি বাতিলের জন্য বিএনপির প্রতি দাবি জানিয়েছেন আসিফ নজরুল।



ফেলানীর ঘাতক বিএসএফ সদস্যের নির্দোষ প্রমাণ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশপ্রেমিক হিসেবে বিএসএফ নাকি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাহলে আমাদের বিজিবিতে কি একজন দেশপ্রেমিকও নেই। বিজিবি এমন কাজ করলে ভারত কী তাদের দেশপ্রেমিক বলবে?’

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাহমুদুর রহমানকে মুক্তি দিলে, ইসলামিক টিভি আর দিগন্ত টিভি চালু করলে তো সরকারের বিরুদ্ধে কথা বলবে। তাই.....

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

মতিলাল বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
গুজব ছড়িয়ে দাঙ্গা বাধিয়ে শত শত নাগরিক নিহত হওয়ার কারনে মাদার োদ মাহামুদুররের কঠিন শাস্তি দাবি করছি।
Click This Link

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

aiubian বলেছেন: আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন দেশপ্রেম ও আত্ম-মর্যাদাবোধ ভুলে গিয়েছিলাম, তখন মাহমুদুর রহমান সে দেশপ্রেম জাগ্রত করেছিলেন। কিন্তু তাকে কারারুদ্ধ করা হয়েছে।"


হাহাপোগে :D B-) :P :D :D :D :D

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

রেজা রাজকুমার বলেছেন: aiubian বলেছেন: আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন দেশপ্রেম ও আত্ম-মর্যাদাবোধ ভুলে গিয়েছিলাম, তখন মাহমুদুর রহমান সে দেশপ্রেম জাগ্রত করেছিলেন। কিন্তু তাকে কারারুদ্ধ করা হয়েছে।"
হাহাপোগে :D B-) :P :D :D :D :D
= সহমত

২০০৭ সালের উত্তরা ষড়যন্ত্রের কথা মনে পড়ে যায় ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

রাজীব দে সরকার বলেছেন: গুজব ছড়িয়ে দাঙ্গা বাধিয়ে শত শত নাগরিক
নিহত হওয়ার কারনে মাদার োদ মাহামুদুররের
কঠিন শাস্তি দাবি করছি।

তাকে রাষ্ট্রদোহ মামলায় আজীবন কারাগারে রাখা হোক

অসামাজিক একটা মানুষ

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

aiubian বলেছেন: Click This Link

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২১

এই আমি সেই আমি বলেছেন: আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন দেশপ্রেম ও আত্ম-মর্যাদাবোধ ভুলে গিয়েছিলাম, তখন মাহমুদুর রহমান সে দেশপ্রেম জাগ্রত করেছিলেন। কিন্তু তাকে কারারুদ্ধ করা হয়েছে।’[/sb

আমরা কখন কিভাবে দেশপ্রেম ও আত্ম-মর্যাদাবোধ ভুলে গিয়েছিলাম, আর মাহমুদুর রহমান কিভাবে সে দেশপ্রেম জাগ্রত করেছিলেন ?

আসিফ নজরুল হল জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের মেগা শিকার আর এই জন্যই রোকেয়া প্রাচী এর কপালে উস্টা দিয়া এরে ত্যাগ করছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.