![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছিল: ড. কামাল হোসেন
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধার নামে মানুষকে হাইকোর্ট দেখানো হচ্ছে। আদালতের বিস্তারিত রায়ের অপেক্ষা না করেই সরকার তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী এনে খামোখা একটা বিতর্ক সৃষ্টি করেছে। আর বলা হচ্ছে, আমরা নাকি জেনেশুনে ভুল ব্যাখ্যা করছি। সরকারেরতো আইনমন্ত্রী আছেন। আমাদের বক্তব্যের পাল্টা ব্যাখ্যা থাকলে আমাদের মতো মূর্খদের তিনি ব্যাখ্যা করে বোঝান। সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণ কমলাপুরে গণফোরামের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গণফোরামের সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার তুলে দিতে হবে, সুপ্রিম কোর্টের রায়ের কোথায় এ কথা বলা হয়েছে, তা সরকারকে বলতে হবে। রায়ে অন্তত আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার মত দেওয়া হয়েছে। যিনি রায় দিয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। আওয়ামী লীগের ১৫ সদস্যের সংসদীয় কমিটিও তত্ত্বাবধায়ক সরকার অপরিবর্তিত রাখার ব্যাপারে একমত হয়েছে। সরকারের অ্যাটর্নি জেনারেল, আইনজীবীরা এর পক্ষে বলেছেন। তাহলে এটা তুলে দেওয়ার কথা এল কোত্থেকে? ৯০ দিনের মধ্যে নির্বাচন করেন, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্কটা তত্ত্বাবধায়ক নিয়ে। সরকারকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, পঞ্চদশ সংশোধনীর বুদ্ধিটা কারা দিয়েছে তাদের নাম প্রকাশ করুন। আমরা তাদের দেখতে চাই।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, আমরা যাঁদের ভোট দিয়ে ক্ষমতায় বসালাম তারাই সব বোঝেন, আমরা কিছুই বুঝি না! আমরা সব মূর্খ! এককালে আইন পড়েছি, এখন সব ভুলে গেছি! আমরা কিছু বলতে গেলে তাদের বকাবকি শুনতে হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে কেউ টুঁ-শব্দটি করেনি। নির্বাচনের আগে তারাও বলেনি তত্ত্বাবধায়ক তুলে দেব। তাহলে খামোখা কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে? কেন জাতিকে অহেতুক বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে?
গণফোরামের দক্ষিণ কমলাপুর শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
খেয়া ঘাট বলেছেন: ডঃ কামাল হোসেন খুব সুন্দর যৌক্তিক কথাগুলো বলেছেন।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
জানা বলেছেন:
এটা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত গতকালকের খবর। লিঙ্কটা দিয়ে দিন।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
ভিটামিন সি বলেছেন: জহির ভাই, কি দেখাইলেন, হাসতেই আছি, হাসতেই আছি।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
সূর্য হাসান বলেছেন: @ জহির উদদীন হা হা প গে
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
মাইন রানা বলেছেন: দারুণ কথা বলেছেন।
কিন্তু ক্ষমতার পাগলরা কি এসব বুজে??
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
সরদার হারুন বলেছেন: যদি আরও দুই টার্ম তত্তাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে বর্তমান অবস্থার সৃষ্টি হতোনা ।
এখন যদি সরকারের প্রদর্শিত পথেই নির্বাচন হয় আর আ,লীগ হারে তাহলে অবস্থ কি হবে ???