![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা: পঁচাত্তরের পর দেশে স্কুল তৈরি বন্ধ করে দেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, ‘স্কুল বন্ধ করে দেয়ায় প্রতি তিনজন স্কুলছাত্রের বিপরীতে এখন একজন মাদ্রাসাছাত্র তৈরি হয়েছে। এটা বদলাতে আমরা ইতোমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছি। গত পাঁচ বছরে আমরা সেটা করেছি।’
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সুচিন্তা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন আয়োজিত ‘রূপকল্প-২০২১: গত ৫ বছরের অর্জন এবং আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন।
জয় দাবি করে বলেন, ‘গত সাড়ে চার বছরে বাংলাদেশে যতো উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। কেবল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই বিদ্যুত সমস্যা সমাধান সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘সব সময় শোনা যায়- দুই নেত্রী, দুই নেত্রী। দুই দলই তো ক্ষমতায় এসেছে। তুলনা করে দেখুন- কে দেশকে এগিয়ে নিয়েছে, আর কে দেশকে পিছিয়ে দিয়েছে।’
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বিএনপির আমলে দেশের ১৬ জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটেছিল। দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচিতি দিয়েছিল। আমরা জঙ্গিবাদ দমন করেছি। এখন প্রায় প্রতি সপ্তাহেই আমরা জঙ্গি ধরছি।’
আরটিএনএন
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
ল্যাটিচুড বলেছেন: শেষ পযন্ত দেখি সজিব ওয়জেদ জয় ও - আওয়ামীলিগের ভোট কমানোর আন্দোলনে যোগ দিল
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
ইমরান হক সজীব বলেছেন: মাদ্রাসার শিক্ষার্থী কমলে জঙ্গি, আত্মঘাতি, কারো মত পছন্দ না হলেই হত্যা করার মনোভাব সম্পন্ন মানুষ অনেক কমে যাবে বলে মনে করি ।
ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য ।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
আদরসারািদন বলেছেন: ছাগলের তিন নম্বর......................................................ছানা, কাচা বয়স তো,,,,!!! ঠিক হয়ে যাবে
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০
সাইবার অভিযত্রী বলেছেন: রাজনৈতিক বোদ্ধাদের ধারণা হেজাজতের কারণে সরকারের জনপ্রিয়তায় ধস নামে, ৫ সিটিতে তারা হারে । আর এর দায় কওমী মাদ্রাসাগুলোর । এতে করেই কি জয় সাহেব মাদ্রাসা কমানোর চেষ্টা করছেন ?
এতে কি ভোট বাড়বে ? না আরো কমে যাব?
টাইম থাকতে পিওর হন- সাপোর্ট দিবে জন গন !
পারলে বিভিন্ন মাদ্রাসায় খিচুরী বিরিয়াণী খাওয়ান, এতীম মিসকিনরা খুশী হয়ে দোয়া করবে, পাবলিকের সিমপ্যাথী পাবেন । ভোট বাড়বে ।
তা না করে ভোট কমানোর ব্যবস্হা করছেন কেন ?
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০
সাইবার অভিযত্রী বলেছেন: রাজনৈতিক বোদ্ধাদের ধারণা হেজাজতের কারণে সরকারের জনপ্রিয়তায় ধস নামে, ৫ সিটিতে তারা হারে । আর এর দায় কওমী মাদ্রাসাগুলোর । এতে করেই কি জয় সাহেব মাদ্রাসা কমানোর চেষ্টা করছেন ?
এতে কি ভোট বাড়বে ? না আরো কমে যাব?
টাইম থাকতে পিওর হন- সাপোর্ট দিবে জন গন !
পারলে বিভিন্ন মাদ্রাসায় খিচুরী বিরিয়াণী খাওয়ান, এতীম মিসকিনরা খুশী হয়ে দোয়া করবে, পাবলিকের সিমপ্যাথী পাবেন । ভোট বাড়বে ।
তা না করে ভোট কমানোর ব্যবস্হা করছেন কেন ?
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
রাফি মানিক বলেছেন: এ জনমে সম্ভব না!!!