নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈকন্ঠ

বৈকন্ঠ › বিস্তারিত পোস্টঃ

এবার পাঁচ নাবালকের ধর্ষণের শিকার নাবালিকা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫



এবার ভারতের আসামের গুয়াহাটিতে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে। আর পাঁচ ধর্ষকের সবাই মেয়েটির নাবালক প্রতিবেশী।

তার খেলার সাথিও। এদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৬। এর মাধ্যমে আরো একবার কলঙ্কের জন্মদিলো ভারত। আরো একবার প্রশ্নের সম্মুখিন হলো নাবালকত্বের সংজ্ঞা। প্রশ্নের মুখে শৈশবের অর্থ।

১২ বছরের মেয়েটি খেলছিল তার পাঁচ বন্ধুর সাথে। সেই বন্ধুরাই তাকে একটি বাড়িতে ধরে নিয়ে গিয়ে সারারাত ধরে যৌন অত্যাচার ও ধর্ষণ চালায়!

ঘটনার পরের দিন কিশোরীর বাবা-মা তাকে বাড়িটি থেকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়।

পাঁচ অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে। নির্যাতনের শিকার মেয়েটি বর্তমানে আসামের ‘স্টেট হোম ফর উইমেন` এর পুনর্বাসণ কেন্দ্রে রয়েছে ।

দিল্লি গণধর্ষণে দোষী পাঁচ জনের মধ্যে যে নাবালক ছিল, তার ভূমিকা ছিল নৃশংসতম। চলন্ত বাসে মেয়েটিকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়েনি সে। মেয়েটির গোপনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে মারাত্মক জখমও করেছিলো।

এই ঘটনার পরপরই ভারতে বিতর্ক শুরু হয় ‘নাবালকত্ব’র বয়সসীমা নিয়ে। জোরালো দাবি উঠেছিল সাবালক হওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার। কিন্তু সংসদে সেই দাবি খারিজ হয়ে যায়।

আসামের এই ঘটনা আরো একবার সেই বিতর্ককেই চাগিয়ে দিল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

মিত্রাক্ষর বলেছেন: ইট হেপেন্স অনলি ইন ইন্ডিয়া :|

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

স্বপনচারিণী বলেছেন: যে সময় চলছে তাতে বন্ধুই হোক আর আত্মীয়ই হোক পাঁচটি ছেলের সাথে একটি মেয়ের একসঙ্গে চলাফেরা মোটেই নিরাপদ নয়। মেয়েটি যদি ১২ বছরেরও হয় তাহলে সে নাবালিকা হলেও শারীরিক গঠনে যথেষ্ট পরিপক্ক। ওদের বিষয়ে আমরা চিন্তা করে কোন সিদ্ধান্তে আসতে পারবোনা। কারন প্রতিবেশী দেশ হলেও হয়তো আচার -আচরনে, চলা ফেরায় ভিন্নতা থাকতে পারে। কিন্তু এই ঘটনাগুলি আমাদের জন্য চরম শিক্ষা। তাই অনেক বেশি সাবধান হতে হবে। কামনা করি এমন ঘটনা যেন কোন দেশে কোন পরিবারেই না ঘটে। কিন্তু হায় সে কি হবে.........?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

হেডস্যার বলেছেন:
যেই হারামজাদা সেক্স কি জিনিস বুঝে সে আবার নাবালক হয় ক্যামনে?

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

কোবিদ বলেছেন:
এই রকম দূর্ঘটনা থেকে রক্ষা পেতে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নাই।
পারিবারিক নৈতিক ও শালীণ আচার আচরণ শিশুকে শালীন হতে সাহায্য করে।
উগ্র চলাফেরা কখনোই য়ৌন হয়রানীর প্রতিবন্ধকতা করতে পারেনা। সুতরাং
নিজেকে সংযত রাখতে হবে পশুদের হিংস্র থাবা থেকে রক্ষা পেতে।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হেডস্যার বলেছেন:
যেই হারামজাদা সেক্স কি জিনিস বুঝে সে আবার নাবালক হয় ক্যামনে?

+++++

আমাদের বাবা-মায়েদের সময় এসেছে নতুন করে ভাবার। কিভাবে আমরা আমাদের সন্তানদের বড় করছি। ধর্মহীন জীবন যাপনে আমরা যেভাবে উৎসাহী হয়ে উঠছি সেটা এক সময় আমাদের কোথায় নিয়ে যাবে, এসব ঘটনা সেই বার্তাই আমাদের দিচ্ছে। আজকের শিশুই কালকে সমাজের একজন দায়িত্বশীল অথবা দুস্কৃতিকারী একজন মানুষ। তাই, শিশুর জন্ম থেকেই তার লালন পালনের দিকে যত্নশীল হতে হবে।

আমাদের আবারো বাবা-মা হওয়া শিখতে হবে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

ফেরদাউস দেশী বলেছেন: আমাদের ফেলানিকে মেরে ওরা কাটাতারে ঝুলিয়ে রেখে যে পাপিষ্ট /অভিসপ্ত জাতিতে পরিনত হয়েছে সে পাপের প্রায় চিত্ত ওরা করুক। ফেলানিও নারী।পাপের প্রায়চিত্ত নিজেকেই করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.