![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যশোর: যশোরের অভয়নগরে পিকেটারদের হামলায় নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছে। হরতালবিরোধী শোডাউনে রাজপথে থাকার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
তার নাম আলমগীর হোসেন শিমুল (৩৫)। তিনি বহু হত্যাসহ একাধিক মামলার আসামি এবং এলাকার ত্রাস হিসেবে পরিচিতি ছিলেন।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলীয় জোটের হরতালের প্রথম দিন রবিবার সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত মিছিল বের করলে নওয়াপাড়া পুলিশ ফাড়ি এলাকায় আলমগীরের নেতৃত্বে হরতালবিরোধীরা তাতে বাধা দেয়।
এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আলমগীর নিহত হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
নিহত আলমগীরের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও হত্যাসহ বহু অভিযোগ রয়েছে।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
বি, এম, ইমন বলেছেন: শোডাউন দিতে যায়া মইরা গেল? মনে হয় শোডাউনের মানে জানে না!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
আমি ব্লগার হইছি! বলেছেন: এই শিমুল কি বাঘারপাড়ার শিমুল? ও আবার যুবলীগের নেতা হলো কবে? আমি তো জানতাম সে একজন চরমপন্থী দলের লোক।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
মিতক্ষরা বলেছেন: রীতিমত যুদ্ধ চলছে। কে থামাবে এই গৃহযুদ্ধ!!
৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
হাসিব০৭ বলেছেন:
তার নাম আলমগীর হোসেন শিমুল (৩৫)। "তিনি বহু হত্যাসহ একাধিক মামলার আসামি এবং এলাকার ত্রাস হিসেবে পরিচিতি ছিলেন।''
যেমন কর্ম তেমন ফল।
আমার জানা মনে এমন সন্ত্রাসীদের বেচে থাকার মেয়াদ থাকে পাচ বছর। কেননা ক্ষমতা ছাড়লেই বিরোধী পার্টি খালাস কইরা দেয়
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২
অরিয়ন বলেছেন: তার নাম আলমগীর হোসেন শিমুল (৩৫)। "তিনি বহু হত্যাসহ একাধিক মামলার আসামি এবং এলাকার ত্রাস হিসেবে পরিচিতি ছিলেন।''
যেমন কর্ম তেমন ফল।