![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে কাজ করছি। ফোটোগ্রাফি করি টুকটাক। লেখালেখির প্রতি আগ্রহ আছে বেশ। এছাড়া ইতিহাস, টেকনোলজি এবং শারীরবিদ্যা বিষয়ে মোটামুটি জানাশোনা আছে। মানুষ হিসেবে অদ্ভুত কিসিম এর। ফলো মাই ব্লগ টু ণো মোর।
পাসওয়ার্ড ভুলে গেছিলাম নাকি কোন ছাই; অনেক দিন সামুর আশে-পাশেও আসি নাই। কোন এক নতুন পরিচিতার পায়ের চিহ্ন খুঁজতে খুঁজতে সামু তে আগমন, আর তারপর কিভাবে যেন ঢুকে গেলাম আমার লিখার যায়গায়।
পুরনো আসর ফেরত পেয়ে খুবই খুশি...
বেশ ছিলাম এ কয়টা দিন। রোজ সকালে নিয়ম করে ঘুমিয়ে রোজ সন্ধ্যায় উঠে আড্ডা দিয়েছি নিয়ম করে; কখনো রবীন্দ্র সরোবর, কখনো ছবির হাট, কখনো আলোক স্তভের আনাচে কানাচে কিংবা শিখা অনির্বানের সামনে।
ছাইপাশ গেলার অভ্যাস এখনো আছে, আরো একযুগ থাকবে।
ওঃ ভালো কথা একটা ক্যামেরা কিনে ফেলেছি শখের বশে। ভবিষ্যৎ এ ফটোগ্রাফি রিলেটেড পোস্ট দেবো ভাবছি... ইত্যাদি ইত্যাদি... ব্লা ব্লা ব্লা... আমার ব্লগ এর কোন রিডার নেই।। আমিই রাজা আমিই প্রজা টাইপের। তাই যা খুশি লিখা যায়; ভুল ধরার কেও নেই।
যাইহোক আমার লিখতে ভালো লাগে। লিখবো... ... ...
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৬
মাতাল বৈরাগী বলেছেন: ধন্যবাদ কোজাগরী চাঁদ... আমার লিখা ছাই পাশ গুলো বাই-পাস না করে যাওয়ার জন্যে।
২| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫
এমএম মিন্টু বলেছেন: লেখার কথাত,,,,,,,,,,,,,,,,,,,,ভালোই,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তা লেখেন না কেন..,,,,,,,,,,,,,,,,,,,চটফট করে ঐ সব ছাইফাস ,,,,,,,,,,,,,কেমনে,,,,,,,,,,
গীলেন,,,,,,,,,,,,,,একটু,,,,,,,,,,,,,,,,,,,,,,,,লেখেনতো,,,,,,,,,,,,,,,,,আর,,,,,,,,,,,,মাতলামীর,,,,,,,,,,,,,,,,,,,,,মাত্রা,,,,,,,,,,,,,,,,,কততুক,,,,,,,,,,,,,,,,,,,জানিয়ে,,,,,,,,দিয়েন,
হ্যপি ব্লগীং
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৮
মাতাল বৈরাগী বলেছেন: ধন্যবাদ এমএম মিন্টু, স্বাগতম জানানোর জন্যে।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫
কোজাগরী চাঁদ বলেছেন: যা খুশি তাই লিখেন। আগে যাও দু একটা পাঠক পাইতেন যা খুশী লেখা পড়ে সময় নষ্ট করার পাঠক। এখন আর তাও পাইবেন না। কারো সময় নাই এই সব পড়ার। কিন্তু মাঝে মাঝে আমার মত দু একজন ছাই পাশ পড়ার মানুষ পাইতেই পারেন।