![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে কাজ করছি। ফোটোগ্রাফি করি টুকটাক। লেখালেখির প্রতি আগ্রহ আছে বেশ। এছাড়া ইতিহাস, টেকনোলজি এবং শারীরবিদ্যা বিষয়ে মোটামুটি জানাশোনা আছে। মানুষ হিসেবে অদ্ভুত কিসিম এর। ফলো মাই ব্লগ টু ণো মোর।
মুভিটাতে দেখানো হয়েছে কিছু মানুষ আর তাদের সভ্যতা; যা সম্পূর্ণভাবে কম্পিউটার প্রোগ্রাম এর অংশ। আমরা যেরকম ভিডিও গেইম খেলি... মুভিটাতে দেখানো হয়েছে গেইম এর চরিত্র গুলোর ও জীবন আছে , আছে স্বতন্ত্র চিন্তা করার ক্ষমতা। চরিত্র গুলো জানে না যে তারা শুধু মাত্র একটা খেলার অংশ। এক সময় কোন একটা চরিত্র আবিষ্কার করে ফেলে যে, তারা যেটাকে জীবন ভাবছে সেটা কারো তৈরি করা আর তার কীবোর্ড এর চাপ এর উপর তার জীবন-মৃত্যু।
...
আমরাও কী এরকম কোন ভার্চুয়াল জগতে বাস করছি না? কী করে নিশ্চিত হই। হয়ত আমরাও এক ধরনের প্রোগ্রাম মাত্র। কেও একজন তৈরি করেছে আমাদের এই ভার্চুয়াল জগত আর আমাদের... ... আর মজা কুড়াচ্ছেন আমাদের কীর্তিকলাপ দেখেশুনে।
মুভিটার ডিরেক্টরঃ Josef Rusnak
IMDB Rating: 7/ 10
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
মাতাল বৈরাগী বলেছেন: hmmm. confused.
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১০
আরণ্যক রাখাল বলেছেন: হয়ত, হয়ত না