![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ । মহান কোনো ব্যাক্তিত্ত নই । নিজের সাধারণ কথাগুলো সবার কাছে তুলে ধরতে চাই ।
আজকাল অনেক ছেলেকেই দেখি প্রেম করে ।
প্রেম করে ভালো কথা , কিন্তু ঐ প্রেমের
পিছনে সে একাই খরচা করে এটা মোটেও
ভালো কথা না ।
একটা ছেলে একটা মেয়ের সাথে ফোনে কথা বলে ।
মোবাইল খরচ চালায় ছেলেটা ।
আর যাই বলেন এটা প্রেম না ।
যে ছেলেটা এত কষ্ট করে মোবাইলে লোড দেয় যার
সাথে কথা বলার জন্য দেখা যায় সেই মেয়েই তার
বান্ধবীকে বলে সময়টা ভালোই কাটছে রে বু .
এক ভোদাই পোলারে নিয়ে বেশ
চুকরী মুকরি খেলতাছি ।
ফোন ভিত্তিক যে প্রেম গুলি হয়
তা আসলে প্রেম না । আসলে যৌবনের
গুলগুলি থেকে মানুষ এগুলো করে ।
একটা ইয়াং ছেলের একটা মেয়ের
সাথে কথা বলতে ভালো লাগবে এটাই স্বাভাবিক
। তদ্রুপ একটা মেয়েরও একটা ছেলের
লুলামি শুনতে ভালো লাগে ।
মেয়েরা আবার ফোনে খুব ফ্রী । তার উপর
যদি ছেলে যদি অচেনা অন্য কোন এলাকার হয়
তবে তো সোনায় সোহাগা ।
এলাকার ভদ্র মেয়ে কারও সাথে প্রেম পিরিত
করে না । অথচ
রাতে কিংবা ফ্রী টাইমে ফোনে চালাচ্ছে প্রেম
।
ফোনে যা চায় তাই দিয়ে মজিয়ে রাখে ছেলেদের ।
যেনো ছেলটা সর্বদা ফোন দের অন্তত নিজের
খরচা না হোক ।
নিজের সুড়সুড়িটাও কন্ট্রোলে থাকলো , টাকাও
খরচা হলো না , টাইমটাও কাটলো ,
বোরিং লাইফে একটু এডভেঞ্চারের স্বাদ
পাওয়াও গেলো , এলাকায় ভদ্র সেজে থাকার দরুন
বাপ চাচাদের চোখে ভালো থাকা গেলো । যত দিন
বিয়ে না হচ্ছে ততদিন চলুক না ।
প্রেমে খরচ অর্ধা অর্ধি হচ্ছে না ?
তাহলে ধরে নিন সে তার
বান্ধবীকে আপনাকে ভোদাই বলে পরিচয়
দিচ্ছে ।
©somewhere in net ltd.