নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সনি এক্সপেরিয়া ইউ কিনলাম ..

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

সনি এক্সপেরিয়া ইউ কিনলাম এখন আমার এন্ড্রয়েড ভার্সন ২.৩.৭ ... আমি ICS আপডেট করতে চাচ্ছি এক্সপার্টরা একটু হেল্প করুন আপডেট করলে কোন ঝামেলা করবে কিনা আর কিভাবে আপডেট করবো???

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

টিভি পাগলা বলেছেন: যেই লাউ, সেই কদু, নতুন কিছু হবে না।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

বাকি বিল্লাহ বলেছেন: কিন্তু আমার কাছে সেইম মোবাইল আরেকটা আছে ১ মাস আগে কেনা শুধু কালার ভিন্ন ওটা কেনার সময়ই ICS করা ছিল আর এটা আজকে কিনলাম সফটওয়্যার এর সিস্টেম গুলো আগেরটার সাথে এটার কোন মিল নাই আগেরটার সিস্টেম গুলো দেখতে অনেক ভালো লাগে।
আর ওই সেট টাতে এখনো পর্যন্ত কোন ঝামেলা পাই নাই

২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: আকিকা দিবেন কবে?

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

বাকি বিল্লাহ বলেছেন: কিসের??

৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

নষ্ট ছেলে বলেছেন: এইটার র‍্যাম, প্রসেসর, ব্যাটারী, ডিসপ্লে সাইজ সবই কম কম। ইউজ কইরা যুইত পাইতেন না। এই টাকা দিয়া ওয়াল্টন কিংবা সিম্ফোনির ভাল কনফিগারেশনের সেট পাইতেন।

পোস্টের কথাগুলোর কিছু কী অংশ ইংরেজীতে লিখে গুগলে সার্চ করলে হাজার হাজার লিংক পাবেন।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ । আজে বাজে কেম্পনির সেট কিনতে চাইনা তাই ওয়াল্টন কিংবা সিম্ফোনিতে গেলামনা ... সার্চ করছি অনেকে বলে আপডেট করলে নাকি নানা ধরনের সমস্যা হয়. তাহলে আমার প্রশ্ন হল যেটা আপডেট করাই ছিল সেটা কেন সমস্যা করছে না ..??

৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

হেডস্যার বলেছেন:
জাষ্ট ট্যাকাডি জলে ফালাইছেন।
এই টাকায় অন্য ব্র্যান্ডের ভালো সেট পাইতেন।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

বাকি বিল্লাহ বলেছেন: সামসাং সনি...এরপরে এন্ড্রয়েড এর আর কি ভাল ব্রান্ড?? বুঝলামনা সবাই কি ওয়াল্টন আর সিম্ফোনির উপর নির্ভর??

৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

নষ্ট ছেলে বলেছেন: এক্সপেরিয়া ইউ কি আপডেট করা ছিল নাকি অন্য মডেলের কথা বলছেন?
আপডেটেড ওএস এর রিকোয়ারমেন্ট বেশি হতে পারে। আপনার র‍্যাম কম, প্রসেসরের স্পীড কম তাই আইসিএস দিলে স্লো হয়ে যেতে পারে। কিংবা একসাথে কয়েকটা অ্যাপস রান করলে সেট হ্যাং করতে পারে।

সিম্ফোনি ওয়াল্টন নামকারা ব্র্যান্ড না হলেও তাদের জিনিস পানি কিন্তু খারাপ না। আইপিএস ডিসপ্লে দিচ্ছে এটা কোন আজেবাজে জিনিস না। আইফোন থাইকা শুরু কইরা অনেকে বড় বড় মোবাইল কোম্পানি আইপিএস ডিসপ্লে ইউজ করে। আর চিপসেট গুলো বড় বড় মোবাইল কম্পানিগুলোও অন্যদের কাছ থেকে কিনে। যেমন আইফোন ডিসপ্লে কিনে এলজি থাইকা, মেমরি চিপ কিনে স্যামসাং থাইকা। পার্থক্য হয় শুধু ইউআই আর এসেম্বলিং এ। আর অন্যান্য হালকা-পাতলা এক্সট্রা কিছু সুবিধা থাকে।

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বাকি বিল্লাহ বলেছেন: হা আমার কাছে সেইম মোবাইল আরেকটা আছে ১ মাস আগে কেনা শুধু কালার ভিন্ন ওটা কেনার সময়ই ICS করা ছিল

৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: সামসাং সনি...এরপরে এন্ড্রয়েড এর আর কি ভাল ব্রান্ড?? বুঝলামনা সবাই কি ওয়াল্টন আর সিম্ফোনির উপর নির্ভর??

এন্ড্রয়েডের অনেক ভাল ভাল ব্র্যান্ড আছে। এইচটিসি, স্যামসাং, সনি, এলজি, মটোরোলা এগুলো সবই নামকারা ব্র্যান্ড।

সবাই ওয়াল্টন আর সিম্ফোনির উপর নির্ভর না। আপনি ওয়াল্টন কিংবা সিম্ফোনির যেই কনফিগারের সেট ১৫০০০ টাকা দিয়ে কিনবেন সেই কনফিগারের সেট ভাল ব্র্যান্ডের হইলে ৩০-৪০ হাজার টাকা হবে। আপনার যদি টাকার সমস্যা না হয় তাহলে আমি বলব এইচটিসি কিনেন। আমার মতে এন্ড্রয়েডের মধ্যে এইটা সবচেয়ে ভাবের ব্র্যান্ড ;)

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বাকি বিল্লাহ বলেছেন: hmm bujlam

৭| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

নষ্ট ছেলে বলেছেন: তাইলে আপডেট দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.