![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
সনি এক্সপেরিয়া আর আইফোন এই দুইটার মধ্যে কোনটা ভাল হবে ... যতদূর জানি চার্জের ক্ষেত্রে আইফোন খুব একটা সুবিধা নাহ.. আমি আইফোন ৪ কিনতে চাচ্ছিলাম চার্জ কেমন থাকবে??
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
বাকি বিল্লাহ বলেছেন: ৪ কিনলে কেমন হয়??
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯
আশাফ আনিস বলেছেন: আইফোন ই ভালা পাই
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১০
নানাভাই বলেছেন: আইফোন ৫ এর চেয়ে ৪/৪এস ভালো।
৫এ বিভিন্ন প্রবলেম দেখা গেছে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
বাকি বিল্লাহ বলেছেন: ধইন্না
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:২১
পেন্সিল চোর বলেছেন: আমার আব্বাজান একটা আইফোন ৪ কিনছিলো. কয়েকমাস পরে আমারে দিয়া দিছে।তখন বাপে কইলো -আইফোন যারা বেবহার করতে পারে না তাদের জন্য আইফোন বেবহার করার যেন চৈত্র মাসে রোজা রাখার মতো আর যারা পারে তাদের কাছে যেন শীতকালে রোজা রাখা।এইবার বুইঝা লন কোনটা নিবেন।আমার মতে আইফোন না নেয়া টা বেটার।বাদ বাকি আপনের মর্জি কারণ ইউজ করবেন আপনি
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
বাকি বিল্লাহ বলেছেন: ব্যাবহার করতে পারিনা তা না আবার কখনো ব্যাবহার করি নাই তাও নাহ...তবুও অনেক কথা রয়ে যায়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:২১
নানাভাই বলেছেন: আইফোন হইল অলরাউন্ডার।
ফ্যাক্টরী আনলক আইফোন থাকলে, আর কিছুর দরকার হয় না।
হ্যা, তবে ব্যটারী টাইমটা একটু নাজুক।
ভিওআইপি, স্কাইপ, ভাইবার, ফেসবুক কি কাজ করে না?
প্রসেসরটা ফাটাফাটি স্পীড আইফোনের। আমি আগে সনি এক্সপেরিয়া ইউজ করছি, কিন্তু আইফোনের মত মজা পাই নাই।
তারপরও চয়েজ আপনার কাছে!