নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

২-৩ মাসের মধ্যে ইংরেজিতে মোটামুটি দক্ষ হওয়ার কোন উপায় আছে কি?? বা কারো পরিচিত সর্ট টাইম ভাল কোর্স করায় এমন কোন প্রতিষ্ঠান বা কোন ব্যাক্তি??

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

২-৩ মাসের মধ্যে ইংরেজিতে মোটামুটি দক্ষ হওয়ার কোন উপায় আছে কি?? বা কারো পরিচিত সর্ট টাইম ভাল কোর্স করায় এমন কোন প্রতিষ্ঠান বা কোন ব্যাক্তি?? প্লিজ হেল্পান

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

নাজমুল রোকস বলেছেন: এফ এম মেথডের লেভেল ১,২,৩ কিনুন শব্দ মুখস্ত করুন আর লেসসন গুলো শেষ করুন। এক মাস পর মুভি সাবটাইটেল দিয়ে দেখুন,সাথে পেপার ও ম্যাগাজিন পড়ুন। এগুলো coordinate করে পড়লে তিন মাসের মধ্যে আপনার ইংলিশ অনেক ভাল হবে। এফ এম মেথড না পড়ে অন্য বইও পড়তে পারেন। chowdhury and hussain er boi theke right form of verbs pore exercises gulo korben.

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

বাকি বিল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

রোহান খান বলেছেন: ইংরেজিতে মোটামুটি দক্ষ প্রধান শর্ত হল আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে বা বলার চেস্টা করতে হবে।

সবার প্রথমে আপনার ভোকাবলারি মেমরী বাড়াতে হবে। যার ভোকাবলরি যত বেশি হয় ইংরেজি তার জন্য ততটাই সহজ হয়। এরপর আসে গ্রামাটিকাল ট্রাম গুলো ভালো করে যব্দ করতে হবে। বিশেষ করে 'টেনস' টা খুবি জরুরী বিষয়।

এরপর একজন পার্টনার যোগার করুন যিনি ভাল ইংরেজি জানেন। ব্যাস-তার সাথে কনভারসেশন শুরু করে দিন। বিষয় এর দিকে খেয়াল রাখবেন যেন তা প্রাত্যহিক ব্যাবহার যোগ্য কনভাসেশন হয়। যেমন হতে পারে নিজেকে একজন মিটিংএ প্রত্যাবক হিসেবে ধরে কথা বলা বা চায়ের দোকানে বন্ধুর সাথে নিজের ছোট ভাইকে নিয়ে কোন আলাপ। মোটকথা সব বিষয় নিয়ে কথা বলার চেস্টা করতে হবে।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

বাকি বিল্লাহ বলেছেন: হুমম ভাল লাগলো

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

সরদার হারুন বলেছেন: এটা বাজারের পন্য নয় যে কেনা যাবে। এটা মেধার ব্যাপার। যদি ইংরেজী ভাষা শিখতে হয়
তাহলে আপনাকে কম করে ২ বছর ব্যায় করতে হবে। তাতেও ভাল টিচার লাগবে।
আর যদি সাধারণ ভাবে কথা বলতে হয় তা হলেও ১ বছর ণাগবে।
এফ, এম মেথটের ইংরেজী শুদ্ধ হয়না ।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

বাকি বিল্লাহ বলেছেন: আমি কিনতে চাচ্ছিনা .. আর যদি কিনা যেত তবে পোস্ট করতামনা।
আমি দেশের বাহিরে যাবে ৩ মাসের বেশী সময় নেই।
আপনার মূল্যবান পরমর্শের জন্য ধন্যবাদ

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: @সরদার হারুন

এফ এম মেথডের বইগুলো আমি দেখেছি। শুদ্ব না, এমন কিছু চোখে পড়েনি।

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

নিকোলাস বিপ্‌স বলেছেন: আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে শিখাব। প্র্যাকটিক্যালি। নির্দিষ্ট পরিমান ফি এর বিনিময়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.